মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। আজ দুপুরে এক যুবক মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে সেই চেষ্টা ব্যর্থ করে মেট্রো। তড়িঘড়ি মেট্রোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে ওই যুবককে উদ্ধার করেন আরপিএফ এবং মেট্রোর কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিন দুপুর ১২ঃ৪৫ টা নাগাদ ঘটনাটি ঘটেছে শোভাবাজার সুতানাটি মেট্রো স্টেশনের ডাউন লাইনে। এরফলে প্রায় মিনিট ধরে ব্যাহত থাকে মেট্রো পরিষেবা। এরফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
আরও পড়ুন: মেট্রোর লাইন থেকে উদ্ধার মৃতদেহ, অফিস টাইমে ঝাঁপ! পরিষেবা ব্যহত
জানা গিয়েছে, এদিন বছর ৩০-এর ওই যুবক আচমকা মেট্রোর লাইনে ঝাঁপ দেন। তা দেখার পরেই তড়িঘড়ি লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর তাকে উদ্ধারে এগিয়ে আসেন মেট্রো কর্মী এবং আরপিএফ কর্মীরা। ঘটনার জেরে ওই স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এই সময়ের মধ্যে দক্ষিণেশ্বর থেকে দমদম এবং সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করে। জানা যায়, যে মেট্রোর পথে এই ঘটনা ঘটে সেটি সাড়ে ১২ টা নাগাদ দমদম থেকে ছেড়েছিল। ১২.৪৫ টা নাগাদ সেটি পৌঁছয় শোভা বাজারে। সেই সময় আচমকা ওই ব্যক্তি ঝাঁপ দেন। ঘটনার জেরে ওই অংশে মেট্রো বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। প্রায় ৪০ মিনিট পর দুপুর ১টা ২৭ মিনিট নাগাদ পুনরায় মেট্রো পরিষেবা স্বাভাবিক হয় বলে মেট্রোর তরফে জানানো হয়েছে।
উল্লেখ্য, এনিয়ে গত দুসপ্তাহের মধ্যে এধরনের তিনটি ঘটনা ঘটল। এর আগে কালীপুজোর দিন এক বৃদ্ধ ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন এক বৃদ্ধ। সিসিটিভিতে বৃদ্ধকে ইতস্ততভাবে ঘোরাঘুরি করতে দেখেই সন্দেহ হয়েছিল মেট্রো কর্মীদের। তারপরে সেখানে গিয়ে বৃদ্ধকে আটকে ফেলেন মেট্রো কর্মীরা। তিনি কালীঘাট মেট্রো স্টেশনে ডাউন লাইনে ট্রেন ঢোকার ঠিক আগার মুহূর্তে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন।
তারও আগে চাঁদনি চক মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়েছিলেন এক মহিলা। ওই মহিলা স্কুল ছুটির পর তিনি মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় চাঁদনি চক মেট্রো স্টেশনে ঢোকেন। এরপর দক্ষিণেশ্বরগামী একটি ট্রেন স্টেশনে ঢোকার ঠিক আগেই তিনি লাইনে ঝাঁপ দিয়েছিলেন। তখন সঙ্গেসঙ্গে ট্রেন দাঁড়িয়ে পড়ে । এদিকে ওই মহিলা লাইনে আটকে পড়েন। খবর পেয়ে তড়িঘড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে মহিলাকে উদ্ধার করেন মেট্রোর কর্মীরা। পরে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্টেশনমাস্টারের ঘরে। আর এবার ফের এক যুবক ঝাঁপ দিলেন মেট্রোয়।