গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণা করার জন্য রাজ্যবাসীকে শর্ত দিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মঙ্গলবার মকর সংক্রান্তির স্নান করার পর তিনি জানিয়েছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তবেই গঙ্গাসাগরকে কেন্দ্রীয় মেলা ঘোষণা করবে বিজেপি। আর সুকান্তবাবু একথা বলতেই বিজেপির বিরুদ্ধে ধর্মের রাজনীতি করার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূলসহ বিরোধী দলগুলি।
মঙ্গলবার মকর সংক্রান্তির স্নান করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্তবাবু বলেন, ‘মা গঙ্গার কাছে সবাই মিলে প্রার্থনা করুন যেন দ্রুত এরাজ্যে রামের সরকার হয়। হিন্দুদের সরকার হয়। তাহলেই গঙ্গাসাগর মেলা জাতীয় মেলার স্বীকৃতি পাবে।’
সুকান্তবাবু একথা বলতেই বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘বিজেপি দিবাস্বপ্ন দেখছে। ১০০ বছরেও ওরা রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না। বিজেপিকে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করতে হবে না। সাধারণ মানুষই তা করে দিয়েছে।’ তৃণমূলের দাবি, গঙ্গাসাগরের মতো প্রাচীন মেলাকে নিয়েও ভোটের রাজনীতি করতে পিছপা হচ্ছে না বিজেপি।
পালটা বিজেপির দাবি, কেন্দ্রীয় বরাদ্দ পেতে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণার দাবি জানাচ্ছে তৃণমূল। আবাস, ১০০ দিনের কাজের টাকার মতো সেই টাকাও আসলে ঢুকবে তৃণমূল নেতাদের পকেটে। হাজার হাজার বছর ধরে গঙ্গাসাগর মেলা কোনও সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই হচ্ছে। আর কটা বছর হোক। কিন্তু কেন্দ্রের টাকার অপব্যবহার হতে দেওয়া যাবে না।
তবে রাজনীতির আকচাআকচির কোনও প্রভাব পড়ে না গঙ্গাসাগরে আসা ভক্তদের ওপর। মেলা আসা এক ভক্ত বলেন, গঙ্গা মায়ের ডাকে আমরা এখানে আসি। হাজার হাজার বছর ধরে জল - জঙ্গলের পরোয়া না করে কোটি কোটি মানুষ এই পুণ্যভূমি স্পর্শ করেছেন। রাজনৈতিক দলগুলির বালখিল্য আসলে তাঁদের প্রণতিকে পরিহাস করে।