ইডির তলবের পর ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারীর গ্রেফতারির দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্দেশখালির পথে রামপুর থেকে কলকাতায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। শুভেন্দুবাবুর দাবি, গরুপাচারের টাকা যে দেবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তা প্রমাণিত।
এদিন শুভেন্দু বলেন, ‘দেব তো এনামুলের কাছ থেকে টাকা নিয়েছে তো। অ্যাকাউন্টে টাকা নিয়েছে। এর আগে নিজাম প্যালেসে সারাদিন জেরা হয়েছে। ইডি কেন এত দেরি করল? ওকে কাস্টডিতে নেওয়া উচিত। গরু পাচারের পাঁচ কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে। সেই টাকায় সিনেমা করেছে। এত লোক থাকতে ইডি আপনাকে ডেকেছে কেন? ডাল মে কুছ কালা হ্যায় তো?’
আরও পড়ুন: গায়ের রং আর শারীরিক গঠন দেখে আদিবাসী মহিলাদের চিনতে পারি, TMCর নারায়ণ গোস্বামী
সম্প্রতি দেবের রাজনীতি ছাড়া নিয়ে একপ্রস্থ নাটক হয়। তৃণমূল ও রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়ে সোশ্যাল সাইটে একাধিক পোস্ট করেন তিনি। ঘনিষ্ঠ মহলে জানান, তিনি অভিনয় ও প্রযোজনায় পুরোপুরি মনোনিবেশ করতে চান। এর পর তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন দেব। বৈঠক শেষে মমতার কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে বলেন, ‘আমি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না।’ এর পর তৃণমূল সূত্রে জানা যায়, ঘাটাল থেকেই ফের ভোটে লড়তে রাজি হয়েছেন দেব। নাটকীয়ভাবে এর পরদিই তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান শীতল কপাটকে পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পরীক্ষায় দুটি ক্যামেরার নজরদারি, বাড়তি জোর প্রশ্নপত্র সুরক্ষায়
ওদিকে দেবের সঙ্গে মমতার বৈঠকের পরদিন শুভেন্দু অধিকারী বলেন, দেবের মনে রাখা উচিত, ওর ইডি - সিবিআইয়ের ব্যাপারগুলো কিন্তু মেটেনি।