বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suvendu Adhikari on Dev: ওকে কাস্টডিতে নেওয়া উচিত, দেবের কাছে ইডির তলব পৌঁছেছে শুনেই দাবি শুভেন্দুর

Suvendu Adhikari on Dev: ওকে কাস্টডিতে নেওয়া উচিত, দেবের কাছে ইডির তলব পৌঁছেছে শুনেই দাবি শুভেন্দুর

দীপক ও শুভেন্দু অধিকারী।

শুভেন্দু বলেন, ‘দেব তো এনামুলের কাছ থেকে টাকা নিয়েছে তো। অ্যাকাউন্টে টাকা নিয়েছে। এর আগে নিজাম প্যালেসে সারাদিন জেরা হয়েছে। ইডি কেন এত দেরি করল? ওকে কাস্টডিতে নেওয়া উচিত। গরু পাচারের পাঁচ কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে।

ইডির তলবের পর ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারীর গ্রেফতারির দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্দেশখালির পথে রামপুর থেকে কলকাতায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। শুভেন্দুবাবুর দাবি, গরুপাচারের টাকা যে দেবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তা প্রমাণিত।

এদিন শুভেন্দু বলেন, ‘দেব তো এনামুলের কাছ থেকে টাকা নিয়েছে তো। অ্যাকাউন্টে টাকা নিয়েছে। এর আগে নিজাম প্যালেসে সারাদিন জেরা হয়েছে। ইডি কেন এত দেরি করল? ওকে কাস্টডিতে নেওয়া উচিত। গরু পাচারের পাঁচ কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে। সেই টাকায় সিনেমা করেছে। এত লোক থাকতে ইডি আপনাকে ডেকেছে কেন? ডাল মে কুছ কালা হ্যায় তো?’

আরও পড়ুন: গায়ের রং আর শারীরিক গঠন দেখে আদিবাসী মহিলাদের চিনতে পারি, TMCর নারায়ণ গোস্বামী

সম্প্রতি দেবের রাজনীতি ছাড়া নিয়ে একপ্রস্থ নাটক হয়। তৃণমূল ও রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়ে সোশ্যাল সাইটে একাধিক পোস্ট করেন তিনি। ঘনিষ্ঠ মহলে জানান, তিনি অভিনয় ও প্রযোজনায় পুরোপুরি মনোনিবেশ করতে চান। এর পর তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন দেব। বৈঠক শেষে মমতার কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে বলেন, ‘আমি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না।’ এর পর তৃণমূল সূত্রে জানা যায়, ঘাটাল থেকেই ফের ভোটে লড়তে রাজি হয়েছেন দেব। নাটকীয়ভাবে এর পরদিই তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান শীতল কপাটকে পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পরীক্ষায় দুটি ক্যামেরার নজরদারি, বাড়তি জোর প্রশ্নপত্র সুরক্ষায়

ওদিকে দেবের সঙ্গে মমতার বৈঠকের পরদিন শুভেন্দু অধিকারী বলেন, দেবের মনে রাখা উচিত, ওর ইডি - সিবিআইয়ের ব্যাপারগুলো কিন্তু মেটেনি।

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

‘হাইকোর্ট আমার পক্ষে রায় দিয়েছে…’, শামির বিরুদ্ধে ফের ফোঁস 'স্ত্রী' হাসিনের টেস্ট ক্রিকেটে দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন জো রুট, টপকাতে পারবেন পন্টিং-সচিনকে? নবরাত্রির সপ্তম দিন মা কালরাত্রির, কোন বিশেষ নৈবেদ্যে মা হন প্রসন্ন জেনে নিন ICU-তে ভরতি রতন টাটা, শারীরিক অবস্থা গুরুতর চেয়ারম্যান এমেরিটাসের- রিপোর্ট ‘মাননীয়া, আপনিও আসুন’‌, অপর্ণা সেন–রাজ্যপাল অনশন মঞ্চে, আহ্বান মুখ্যমন্ত্রীকে ষষ্ঠীতে আচমকা ৪% DA বাড়াল রাজ্য! ফারাক কমল কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে বুকে হাত, চোখে চোখ! ষষ্ঠীতে রোম্যান্টিক সাহেব-সুস্মিতা, দিলেন সুখবর মহাসপ্তমী কেমন কাটবে? কারা পাবেন ভাগ্যের সাহায্য? জানুন ১০ অক্টোবরের রাশিফল নিম্নচাপের জন্ম সাগরে, আছে জোড়া ঘূর্ণাবর্তে, বাংলার কোন কোন জেলায় বেশি বৃষ্টি? মহিলা T20 বিশ্বকাপে স্কটল্যান্ডকে কচুকাটা করে সেমির পথ প্রশস্ত করল প্রোটিয়ারা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.