বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata Vending certificate for Hawkers: ৫ হাজার হকারের ওপর চলেছে সমীক্ষা, ভেন্ডিং শংসাপত্রের জন্য যোগ্য শুধুমাত্র ১৯ জন

Kolkata Vending certificate for Hawkers: ৫ হাজার হকারের ওপর চলেছে সমীক্ষা, ভেন্ডিং শংসাপত্রের জন্য যোগ্য শুধুমাত্র ১৯ জন

নিয়ম লঙ্ঘন করায় শুধুমাত্র ১৯ জন হকারকে দেওয়া হবে শংসাপত্র। প্রতীকী ছবি (টুইটার)

উত্তর, দক্ষিণ ও মধ্য কলকাতার তিনটি বাজারে হকারদের ওপর সমীক্ষা চালিয়ে এই ১৯ জনের নাম সুপারিশ করেছেন টাউন ভেন্ডিং কমিটির সদস্যরা। পুরসভার একজন আধিকারিক জানিয়েছেন, শুধুমাত্র কিছু সংখ্যক হকারকে পরিচয়পত্র দেওয়ার কারণ হল অধিকাংশ ক্ষেত্রেই হকাররা নিয়ম মানছে না।

কলকাতা পুরসভা আগেই জানিয়েছিল ২০১৭ সালের আগে যে সমস্ত হকাররা পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন তাঁদের পরিচয়পত্র দেওয়া হবে। সেইমতোই শুরু হয় সমীক্ষা। এরপর ৫ হাজার জন হকারের মধ্যে শুধুমাত্র ১৯ জন হকার ভেন্ডিং শংসাপত্রের জন্য যোগ্য বলে প্রমাণিত হয়েছে। ফলে এই ১৯ জন হকারকে পরিচয়পত্র দেবে কলকাতা পুরসভা।

উত্তর, দক্ষিণ ও মধ্য কলকাতার তিনটি বাজারে হকারদের ওপর সমীক্ষা চালিয়ে এই ১৯ জনের নাম সুপারিশ করেছেন টাউন ভেন্ডিং কমিটির সদস্যরা। পুরসভার একজন আধিকারিক জানিয়েছেন, শুধুমাত্র কিছু সংখ্যক হকারকে পরিচয়পত্র দেওয়ার কারণ হল অধিকাংশ ক্ষেত্রেই হকাররা নিয়ম মানছেন না। সেই বার্তা দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাউন ভেন্ডিং কমিটির একজন সদস্য জানিয়েছেন, হকার অধ্যুষিত বাজারে সমীক্ষার প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর তারা পুরসভার কাছে শংসাপত্রের যোগ্য ওই ১৯ জন হকারের নাম পাঠিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, মেয়র ফিরহাদ হাকিমের সভাপতিত্বে একটি অনুষ্ঠানে এই ১৯ জনকে ভেডিং শংসাপত্র তুলে দেওয়া হবে ।

ভেন্ডিং কমিটির এক সদস্য জানিয়েছেন, নিউমার্কেট এলাকায় ২০০০ হকারের ওপর সমীক্ষা চালানো হয়েছিল। যার মধ্যে প্রায় ৬০ শতাংশ হকারকে নিয়ম লঙ্ঘন করতে দেখা গিয়েছে। চৌরঙ্গী প্লেস এবং লিন্ডসে স্ট্রিট, নিউমার্কেট এলাকার অধিকাংশ হকারদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা গাড়ি চলাচলের রাস্তার বড় অংশ এবং ফুটপাথের সিংহভাগ দখল করে রেখেছে। অন্যদিকে, গড়িয়াহাটে ৫৫ শতাংশ হকার এবং হাতিবাগানে ৫০ শতাংশ হকার গাড়ির রাস্তা ও ফুটপাথ দখল করে রেখেছে। এরভিত্তিতে শুধুমাত্র ১৯ জন হকার পরিচয় পত্রের জন্য যোগ্য বলে জানা গিয়েছে।

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন