অনেক গাড়ির মালিক রয়েছে যাদের গ্যারেজ নেই। ফলে তাঁরা অবৈধভাবে গাড়ি পার্কিং করে থাকেন। এই সমস্যার সমাধানে একেবারে নয়া উদ্যোগ নিল কলকাতা পুরসভা। এবার থেকে বাড়ির আশেপাশে কোনও ঝামেলা ছাড়াই গাড়ি রাখতে পারবেন মালিকরা। এর জন্য বছরে ৬ হাজার টাকা দিতে হবে গাড়ির মালিকদের। পুরসভার পার্কিং বিভাগের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিমাণ টাকা দিয়ে গাড়ির মালিক পার্কিং সল্ট বুক করতে পারবেন। মূলত গাড়ি রাখার জন্য যাদের নিজস্ব গ্যারেজ নেই তাদের কথা ভেবে এই উদ্যোগ চালু করেছে কলকাতা পুরসভা।
তবে এক্ষেত্রে গাড়ি রাখার জন্য বেশ কিছু শর্ত থাকছে। শুধুমাত্র রাতেই গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। সকাল ৭টা পর্যন্ত গাড়ি রাখা যাবে। তারপরে গাড়ি নিয়ে যেতে হবে। পুরসভা সূত্রে খবর, কলকাতার শুধুমাত্র আবাসিক এলাকায় প্রায় ৩০,০০০ চার চাকার গাড়ি রয়েছে, যা অবৈধভাবে পার্ক করা হয়। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পুরসভার গাড়ি পার্কিং বিভাগ অভিযান চালাচ্ছে এবং গাড়িগুলি দূরে সরিয়ে দিচ্ছে। এছাড়াও, অবৈধভাবে রাস্তায় গাড়ি পার্কিং করার জন্য পুরসভা গাড়ির মালিককে ১০০০ টাকা করে জরিমানাও করছে। তাই এই সমস্যার সমাধানে মাসে ৫০০ টাকার বিনিময়ে গাড়ি রাখার সুযোগ করে দিচ্ছে কলকাতা পুরসভা।
পুরসভার পার্কিং বিভাগের একজন আধিকারিক জানিয়েছে, এই সুযোগ পাওয়ার জন্য প্রথমে গাড়ির মালিককে আবেদন করতে হবে তারপর পুরসভার একজন আধিকারিক জায়গা পরিদর্শন করবেন। খতিয়ে দেখার পর মালিককে গাড়ি রাখার অনুমতি দেবে কলকাতা পুরসভা। একজন আধিকারিকের মতে, শহর জুড়ে বেশ কয়েকটি গাড়ির মালিক বারবার পুরসভার কাছে পার্কিং স্থান বরাদ্দ করার জন্য অনুরোধ করেছেন। রাতে তাঁরা গাড়ি রাখতে গিয়ে সমস্যায় পড়েন। এই জন্য আবাসনে বাধ্যতামূলকভাবে গাড়ি রাখার জায়গা রাখতে হবে বলে পুরসভার এক আধিকারিক জানিয়েছেন। পুরসভা সূত্রে খবর, শহরের প্রধান আবাসিক এলাকা যেমন কাঁকুড়গাছি, ফুলবাগান, বেলেঘাটা, মানিকতলা, ভবানীপুর, কিদারপুর, মনোহরপুকুর রোড, লেক ভিউ রোড, বালিগঞ্জ, যোধপুর পার্ক, যাদবপুর ও পাটুলি প্রভৃতি এলাকায় গাড়ি রাখার জন্য এই ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup