মানহানি হয়েছে দামি গাড়ির। এমনই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন মালিক।একটি হলুদ রঙের ল্যাম্বরগিনির রিলস ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে ভাইরাল হতেই এমন অভিযোগ তুলেছেন গাড়ির মালিক পারভিন আগরওয়াল। এ বিষয়ে তিনি দ্রুতই তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন বলে জানিয়েছেন। ঘটনাটি কলকাতার।
আরও পড়ুন: পুরনো Swift গাড়ি থেকে 'Lamborghini'বানালেন যুবক
জানা গিয়েছে, সম্প্রতি নিজের ল্যাম্বরগিনিতে করে যাচ্ছিলেন পারভিন। সেই সময় নবান্নে যাওয়ার পথে গত রবিবার পারভিনের ল্যাম্বরগিনির পিছনের দিকে ধাক্কা মারে একটি মোটরসাইকেল। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দিয়ে পারভিন নেমে দেখেন ঘটনায় গাড়িটির কোনও ক্ষতি হয়নি। তাছাড়া, যে বাইকটি পিছনে ধাক্কা মেরেছিল তাতে থাকা দুজন আরোহীও সেরকমভাবে চোট পাননি। এরপর তিনি সেখান থেকে চলে যান। কিন্তু, সেই ঘটনার কয়েকদিন পরে এক ঘনিষ্ঠের মাধ্যমে সোশ্যাল মাধ্যমে একটি রিলস দেখেন। তাতে দেখা যায়, পিছন থেকে একটি বাইক গতি বাড়িয়ে তাঁর ল্যাম্বরগিনির পিছনের দিকে ধাক্কা মারছে। আর বাইকে থাকা দুজনে পড়ে যান। আর সেই রিলসের ব্যাকগ্রাউন্ডে একটি গান লাগানো আছে। তা দেখার পরেই কার্যত হবে ক্ষোভ ফেটে পড়েন গাড়ির মালিক।
ফেসবুক, ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখেন তার গাড়িকে নিয়ে ওই রিলদস বানানো হয়েছে। তার স্ক্রিনশট জুড়ে দিয়ে তিনি থানায় অভিযোগ জানান।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বারইপুর জেলা পুলিশকে তিনি ই মেইল করে নিজের অভিযোগ জানিয়েছেন। তাঁর বক্তব্য, দুর্ঘটনার ফলে তাঁর নামী ব্র্যান্ডের গাড়িতে কোনও ক্ষতি হয়নি। বাইক আরোহীদেরও কারও সেরকম ক্ষতি হয়নি। থানায় কোনও অভিযোগ হয়নি। তবে কেউ বা কারা সেই দৃশ্যের রিলস বানিয়েছে। তাতে গাড়ির মূল্য অনেক কমে গিয়েছে। তাঁর গাড়ির মানহানি করা হয়েছে।পুলিশের বক্তব্য, এই ধরনের মামলা নজিরবিহীন, খুব একটা দেখা যায় না। মালিক জানান, আদালত খুললেই তিনি মামলা করবেন ।
তাঁর আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানিয়েছেন এই রিলসের ফলে তাঁর মক্কেলের ব্যবসায় ক্ষতি হতে পারে। তাই পুলিশকে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করার আর্জি জানানো হয়েছে। জানা গিয়েছে, পারভিন হলেন শহরের একটি নামী রিয়েল এস্টেট ডেভেলপার সংস্থার অন্যতম কর্তা। তিনি বলেন, ঘটনাটি ঘটেছে গত রবিবার। তাঁর আরও দাবি, তাঁর গাড়ির কোনও দোষ ছিল না। ইতিমধ্যেই কে রিলস বানিয়েছে তা জানতে পেরেছেন গাড়ির মালিক। তাদের নাম জানানো হয়েছে অভিযোগ পত্রে।