বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > এগিয়ে আসতে চলেছে পঞ্চায়েত ‌নির্বাচন! ৬ মাসে সব প্রকল্প শেষের নির্দেশ নবান্নের

এগিয়ে আসতে চলেছে পঞ্চায়েত ‌নির্বাচন! ৬ মাসে সব প্রকল্প শেষের নির্দেশ নবান্নের

নবান্ন (‌ছবি সৌজন্য টুইটার)‌

পঞ্চায়েত নির্বাচন সময় মতো হলে সেটা পড়বে মে মাসে। তখন প্রচণ্ড গরম। তাই এই নির্বাচনে মানুষকে কষ্ট দিতে চায় না রাজ্য সরকার। তাছাড়া পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আনলে সেটা মানুষের পক্ষে ভাল হবে। এক, গরমে কষ্ট পেতে হবে না। দুই, দ্রুত উন্নয়নের কাজ সম্পন্ন করা যাবে। 

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। এবার তা এগিয়ে আসতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পঞ্চায়েতের কাজকর্ম দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিলেন প্রতিটি কর্মিসভায়। এবার পঞ্চায়েতের সব প্রকল্পের কাজ দ্রুততার সঙ্গে শেষ করার নির্দেশ এসেছে বলে খবর। তাও মাত্র ৬ মাসের মধ্যে। গ্রামীণ সব কাজ ওই সময়ের মধ্যে শেষ করতে হবে বলে নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ সূত্রের খবর, মুখ্যসচিবের এই নির্দেশিকায় জোর চর্চা হতে শুরু করেছে। তাহলে কী পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে?‌ এই প্রশ্নও উঠেছে। আগামী বছর জানুয়ারি মাসের মধ্যে বকেয়া সব কাজ শেষ করতে চায় রাজ্য সরকার। তাতেই পঞ্চায়েত ভোট এগিয়ে আসার গুঞ্জন বাড়ছে। আগামী বছরের মে মাসে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা।

ঠিক কী নির্দেশিকা জারি মুখ্যসচিবের? সূত্রের খবর, সোমবার মুখ্যসচির নির্দেশ দিয়েছেন, গ্রামীণ রাস্তা, জল প্রকল্প, বসত বাড়ি, গ্রামীণ বাড়িতে শৌচালয় তৈরির প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে। এছাড়াও একশো দিনের কাজেও গতি আনতে হবে। পঞ্চায়েতের গ্রামসভা এবং পঞ্চায়েত কর্মীদের আরও সক্রিয় হতে বলা হয়েছে। আর তাতেই গুঞ্জন বাড়ছে। এই নির্দেশ গিয়েছে বিডিও–দের কাছে। আর পঞ্চায়েতগুলিকে বলা হয়েছে গ্রামসভা বসিয়ে সাধারণ মানুষের সমস্যা জেনে দ্রুত তা শেষ করতে হবে।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন সময় মতো হলে সেটা পড়বে মে মাসে। তখন প্রচণ্ড গরম। তাই এই নির্বাচনে মানুষকে কষ্ট দিতে চায় না রাজ্য সরকার। তাছাড়া পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আনলে সেটা মানুষের পক্ষে ভাল হবে। এক, গরমে কষ্ট পেতে হবে না। দুই, দ্রুত উন্নয়নের কাজ সম্পন্ন করা যাবে। তিন, মানুষ গ্রামীণ কাজ নিয়ে পঞ্চায়েতের দ্বারস্থ হতে পারবে।

বন্ধ করুন