বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > পঞ্চায়েত নির্বাচনে জিতবে তৃণমূল, আদালতের পথে বললেন পার্থ

পঞ্চায়েত নির্বাচনে জিতবে তৃণমূল, আদালতের পথে বললেন পার্থ

আলিপুর আদালত থেকে জেলে নিয়ে যাওরা পথে পার্থ চট্টোপাধ্যায়।

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতারির ৬ দিনের মাথায় পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরান মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই দল থেকে তাঁকে বহিষ্কার করে তৃণমূল। খাতায় কলমে পার্থবাবুর সঙ্গে তৃণমূলের সঙ্গে কোনও সম্পর্ক না থাকলেও তিনি যে শাসকদলের সঙ্গেই রয়েছেন তা বোঝাতে কখনও কসুর করেননি পার্থ।

পঞ্চায়েত ভোটে রাজ্যে জিতবে তৃণমূলই। সোমবার আদালতে পেশের সময় এমনই মন্তব্য করলেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূলের বহিষ্কৃত মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন পার্থবাবুসহ শিক্ষক নিয়োগ দুর্নীতির বাকি কুশীলবদের আদালতে পেশ করা হয়।

হেফাজতের মেয়াদ শেষে সোমবার পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়সহ নিয়োগ দুর্নীতির বাকি পান্ডাদের আদালতে পেশ করে সিবিআই। প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয় পার্থকে। আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় সাংবাদিকরা তাঁর কুশল জানতে চান। এরই মধ্যে পঞ্চায়েত নির্বাচনে কী ফল হতে পারে তা নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেন এক সাংবাদিক। গাড়ির দরজায় দাঁড়িয়ে সেই প্রশ্নের জবাব দেন পার্থবাবু। বলেন, ‘তৃণমূল জিতবে, তৃণমূল। এর পর গাড়িতে উঠে পড়েন তিনি।

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতারির ৬ দিনের মাথায় পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরান মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই দল থেকে তাঁকে বহিষ্কার করে তৃণমূল। খাতায় কলমে পার্থবাবুর সঙ্গে তৃণমূলের সঙ্গে কোনও সম্পর্ক না থাকলেও তিনি যে শাসকদলের সঙ্গেই রয়েছেন তা বোঝাতে কখনও কসুর করেননি পার্থ। সোমবারও ফের একবার তিনি সেই চেষ্টা করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

বন্ধ করুন