বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Partha Chattejee: জেলে পার্থর বায়নার নেই অন্ত! স্নান করাতে চাই লোক, চাই চার টুকরো মাছ, ছয় পিস মাংস

Partha Chattejee: জেলে পার্থর বায়নার নেই অন্ত! স্নান করাতে চাই লোক, চাই চার টুকরো মাছ, ছয় পিস মাংস

পার্থ চট্টোপাধ্যায় (এএনআই) (Saikat Paul)

পার্থর দাবি, অন্য বন্দিদের থেকে তাঁকে খাবার বেশি দিতে হবে। শুধু তাই নয়, প্রাক্তন মন্ত্রী নিজে নিজে স্নান করতে চাইছেন না। তাঁকে স্নান করিয়ে দেওয়ার জন্য আরও একজন লোকের দাবি তুলেছেন।

নিয়োগ দুর্নীতিতে জেলে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টপাধ্যায়। এই আববে জেল কর্তৃপক্ষের কাছে বায়না বাড়িয়ে দিলেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব। পার্থর দাবি, অন্য বন্দিদের থেকে তাঁকে খাবার বেশি দিতে হবে। শুধু তাই নয়, প্রাক্তন মন্ত্রী নিজে নিজে স্নান করতে চাইছেন না। তাঁকে স্নান করিয়ে দেওয়ার জন্য আরও একজন লোকের দাবি তুলেছেন। তাঁর এই দাবির ফিরিস্তিতে শোরগোল পড়ে গিয়েছে।

উল্লেখ্য, প্রেসিডেন্সি জেলে নিয়ম করে সপ্তাহে তিন দিন দুপুর বেলায় আমিষ দেওয়া হয় বন্দিদের। মাছ হলে সবাই পেয়ে থাকেন দুই টুকরো করে। এদিকে মাংস হলে সবার পাতে জোটে চার টুকরো। কিন্তু প্রাক্তন মন্ত্রীর দাবি, তাঁকে মাছ হলে চার পিস এবং মাংস হলে ছয় পিস করে দিতে হবে। তাঁর এই দাবি অবশ্য খারিজ করা হয়েছে। তবে এহেন অযৌক্তিক দাবিতে কর্তৃপক্ষ থেকে কারারক্ষী সকলেই অসন্তুষ্ট পার্থর প্রতি।

এদিকে শুধু খাওয়া নিয়ে নয়, স্নান নিয়ে আবদারের শেষ নেই পার্থর। নিরাপত্তাজনিত কারণে পার্থর সেলের সামনেই ড্রামে জল থাকে। সেখানেই স্নান করেন প্রাক্তন মন্ত্রী। এতদিন ধরে নিজেই মগে কের স্নান করছিলেন তিনি। তবে এখন তাঁর নয়া বায়না, জেল কর্তৃপক্ষ যেন তাঁকে স্নানের ‘অ্যাসিস্টেন্ট’ দেয়। সেই ব্যক্তি মগে করে পার্থর গায়ে জল ঢেলে দেবেন। এই দাবির প্রেক্ষিতে জেল কর্তৃক্ষের বক্তব্য, শারীরিক ভাবে তিনি সক্ষম। সে-ক্ষেত্রে এমন ব্যবস্থা করা সম্ভব নয়।

এদিকে ফোন নিয়েও বায়না শুরু করেছেন পার্থ। তিনি যখন জেলের ফোন থেকে আইনজীবী বা আত্মীয়র সঙ্গে কথা বলেন, তখন কাউকে ধারের কাছে থাকতে দেন না। এদিকে পার্থ নাকি বলেছেন, তাঁর ‘অনুমতি’ ছাড়া এমনি সময়তেও তাঁর সেলের কাছে কোনও রক্ষী না আসেন।

 

বন্ধ করুন