অসুস্থ প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। ভর্তি রয়েছেন হাসপাতালে। সোমবারই তাঁকে শ্বাসকষ্টের সমস্য়া নিয়ে এসএসকেএমে ভর্তি করা হয়েছিল। কেমন আছেন তিনি?
সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্য়ায়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কার্ডিওলজিতে আইসিইউতে রাখা হয়েছিল। দেহে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে। রক্ত দিতে হয়েছে বলে খবর। পায়ের ফোলা ভাবটা কিছুটা কমেছে। তবে সূত্রের খবর, ক্রিয়েটিনিনের মাত্রা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
অক্সিজেন দিতে হয়েছে পার্থকে। একাধিক টেস্ট করা হয়েছে। এসএসকেএমেই চিকিৎসা চলছে। তবে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার বিষয়টি দেখা হচ্ছে। পালস রেটও কিছুটা এদিক ওদিক ছিল। তবে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।
চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসকরা দফায় দফায় তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন। তবে বরাবরই পার্থর শারীরিক কিছু সমস্যা ছিল। তবে বৃহস্পতিবার তা কিছুটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসা চলছে। সোডিয়াম- পটাশিয়ামেরও কিছুটা সমস্যা রয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের জুলাইয়ে পার্থ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করেছিল ইডি। পরবর্তীতে তাঁকে সিবিআইও গ্রেফতার করেছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত তিনি।
কিছুদিন আগে সংশোধনাগারের মধ্য়ে প্রাক্তন মন্ত্রীর প্যানিক অ্য়াটাক হয়েছিল। তারপর কিছুটা সুস্থ হতে না হতেই ফের ভর্তি হাসপাতালে। আপাতত চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উপর নজর রাখছেন।