বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > চটির পর দিন প্রণাম পেলেন পার্থ, অনুগামীকে বললেন, ‘তোরা ভালো থাকিস’

চটির পর দিন প্রণাম পেলেন পার্থ, অনুগামীকে বললেন, ‘তোরা ভালো থাকিস’

ইডি হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়।

এজলাস থেকে লক আপে ফেরার পথে পার্থ চট্টোপাধ্যায়কে প্রণাম করেন উত্তরপাড়ার তৃণমূল নেতা দেবনাথ রায়। এর পর তিনি বলেন, ‘ভেঙে পড়বে না দাদা। আমরা আছি তোমার সাথে। নিশ্চিন্তে থাকো। কিচ্ছু হবে না।’

SSC নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে মঙ্গলবার জোকা ESI হাসপাতালে চটি ছুড়েছিলেন এক গৃহবধূ। তার পর দিনই পার্থবাবুকে আদালতে প্রণাম করতে এলেন এক অনুগামী। বুধবার যাকে ঘিরে ব্যাঙ্কশাল কোর্টে তৈরি হয় আবেগঘন মুহূর্ত।

বুধবার বিকেলে ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ ED আদালতে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে পেশ করেন আধিকারিকরা। অর্পিতা - পার্থর হাজিরা ঘিরে বুধবার ব্যাঙ্কশাল আদালতের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। বিকেল ৪.২০ মিনিট নাগাদ ইডি ২ জনকে আদালতে পেশ করে। তার আগে ধৃতদের নিরাপত্তার স্বার্থে এজলাস খালি করে দিতে বলেন বিচারক। এজলাস থেকে লক আপে ফেরার পথে পার্থ চট্টোপাধ্যায়কে প্রণাম করেন উত্তরপাড়ার তৃণমূল নেতা দেবনাথ রায়। এর পর তিনি বলেন, ‘ভেঙে পড়বে না দাদা। আমরা আছি তোমার সাথে। নিশ্চিন্তে থাকো। কিচ্ছু হবে না।’ 

এবার অলিম্পিক্সেও ক্রিকেট? চলছে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির পর্যালোচনা

এর পর লিফটে ওঠার সময় ছল ছল চোখে পার্থ বলেন, ‘তোরা ভালো থাকিস।’ পার্থর সঙ্গে সাক্ষাৎ সেরে লক আপের বাইরে বেরিয়ে দেবনাথবাবু দুচোখ হাত দিয়ে চেপে বেশ কিছুক্ষণ বসে থাকেন। তার পর বলেন, ‘আমরা প্রথম দিন থেকে তৃণমূল করি। দিদি দল তৈরি করেছেন এটা যেমন সত্যি তেমন পার্থ দা, বক্সিদার অবদানও ভোলা যাবে না।’

এদিন আদালতে ইডির তরফে একাধিক চাঞ্চল্যকর দাবি করেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। তিনি জানান, প্রায় রোজই নতুন নতুন সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে। এখনো বহু সম্পত্তির সন্ধান পাওয়া বাকি। লুকানো থাকতে পারে অনেক টাকা। ফলে অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করার দরকার। ফলে অভিযুক্তদের আরও ৪ দিন হেফাজতে দরকার।

গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ শ্বশুরবাড়ির ৪ জন

এদিন অর্পিতার তরফে কোনও জামিনের আবেদন করা হয়নি। অর্পিতার আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য বলেন, ইডি নতুন কিছু বলতে পারেনি। আমাকে মক্কেলের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। তাই আদালত ১ দিন ১৫ মিনিটের জন্য মক্কেলের সঙ্গে দেখা করতে দেওয়ার নির্দেশ দিয়েছে।

বুধবার বিকেল ৪.২০ মিনিট নাগাদ অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করে ইডি। ২.৩৫ মিনিট থেকে শুরু হয় সওয়াল জবাব। এদিন দুপক্ষের মন্তব্য শোনার পর সন্ধ্যা ৬.৪৫ মিনিট নাগাদ আদালত ৫ অগাস্ট পর্যন্ত ২ জনকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন।

বন্ধ করুন