বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ভ্যালেন্টাইস ডে পালন করলে যুবদের তৃণমূল ছাড়তে বললেন পার্থ, পরে মিটল ‘সমস্যা’

ভ্যালেন্টাইস ডে পালন করলে যুবদের তৃণমূল ছাড়তে বললেন পার্থ, পরে মিটল ‘সমস্যা’

তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। (ছবি সৌজন্য, টুইটার @itspcofficial)

তৃণমূল কংগ্রেস বরাবরই ভ্যালেন্টাইস ডে'র পক্ষে মুখ খুলেছে।

ভ্যালেন্টাইস ডে'র জন্য ১৩ ফেব্রুয়ারিতে ছাত্র-যুব সম্মেলন নিয়ে টালাবাহানা চলছিল। তাতে রীতিমতো ক্ষোভের সুরে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলে বসেন, যাঁরা ভ্যালেন্টাইস ডে পালন করতে চান, তাঁরা আগেভাগেই তৃণমূল থেকে বেরিয়ে যান। যদিও পরে হাসির ছলে জানান, ভালোবাসার দিন পালন হোক। এমন অনেক দিবসই আছে। কিন্তু ভ্যালেন্টাইস ডে তো ১৪ তারিখে। তাই ১৩ তারিখ সম্মেলন হোক।

রবিবার সরশুনা কলেজের মাঠে নিজের বিধানসভা কেন্দ্রের বুথকর্মী সম্মেলন করছিলেন পার্থ। শেষের দিকে পার্থ জানান, বিধানসভা ভোটের আগে তাঁর কেন্দ্রে বিভিন্ন স্তরে সম্মেলনের আয়োজন হয়েছে। শুধুমাত্র ছাত্র-যুব সম্মেলন হয়নি। তাই সেই সম্মেলন কবে হবে, তা ঠিক করার নির্দেশ দেন। সেই মোতাবেক সম্মেলনে হাজির একাংশের তরফে আগামী ১২ বা ১৩ ফেব্রুয়ারি সম্মেলন করার প্রস্তাব দেওয়া হয়। ১২ তারিখেই সিলমোহর দেন বেহালা পশ্চিমের বিধায়ক। তবে সেই দিনক্ষণ নিয়ে অনেকে কিন্তু কিন্তু করছিলেন। সেদিন শুক্রবার হওয়ায় পরদিন অর্থাৎ শনিবার (১৩ ফেব্রুয়ারি) সম্মেলন করার প্রস্তাব দেন একাংশ। 

পরবর্তী ঘটনাক্রমের একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি ‘হিন্দুস্তান টাইমস বাংলা’) ছড়িয়ে পড়েছে। তাতে পার্থকে বলতে শোনা যায়, শনিবার কি কোনও বিশেষ দিন আছে? সেই সময় এক তৃণমূল নেতা জানান, ১৪ ফেব্রুয়ারি তো ভ্যালেন্টাইস ডে। তাই ১৩ এবং ১৪ তারিখ ছাত্র-যুবদের খোঁজ পাওয়া দুষ্কর। সেই শুনে কিছুটা রেগে যান তৃণমূলের মহাসচিব। বলে দেন, যাঁরা ভ্যালেন্টাইস ডে পালন করতে চান, তাঁরা আগেভাগেই তৃণমূল থেকে বেরিয়ে যান। একইসঙ্গে মন্তব্য করেন, চাকরি করতে করতে ভ্যালেন্টাইস ডে করবেন? সেইসঙ্গে রাজনীতিও করে যাবেন? ভ্যালেন্টাইস ডে'ও পালন করবেন? 

পার্থের সেই মন্তব্যে অবশ্য বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়নি। উলটে সবাই হেসে ফেলেন। তা দেখে হেসে ফেলেন খোদ পার্থও। ভ্যালেন্টাইস ডে'র মতো অনেক দিবস আছে। ভ্যালেন্টাইস ডে'ও হোক। কিন্তু তা তো ১৪ ফেব্রুয়ারি। তার আগেরদিন ছাত্র-যুব সম্মেলন হোক। শেষপর্যন্ত তাতেই চূড়ান্ত সিলমোহর পড়ে।

বাংলার মুখ খবর

Latest News

স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন? আসছে রাম নবমী, কোন দিন পালিত হবে ভগবান রামের জন্মদিন? জেনে নিন পুজোর শুভ সময়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.