বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি হলেন পার্থও, তালিকা প্রকাশের একদিন পর সংযোজন

তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি হলেন পার্থও, তালিকা প্রকাশের একদিন পর সংযোজন

পার্থ চট্টোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, যশবন্ত সিনহার পাশাপাশি দলের সর্বভারতী সহসভাপতি হলেন পার্থ চট্টোপাধ্যায়ও।

শুক্রবার কালীঘাটে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক বসেছিল। সেই বৈঠক শেষে পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছিলেন যে তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি পদে এবার তিনজন থাকছেন। তিনি জানান, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, যশবন্ত সিনহা দলের সর্বভারতী সহসভাপতি হচ্ছেন। আর সেই ঘোষণার প্রায় ২৪ ঘণ্টা পর জানা গেল যে তিন জন নয়, বরং মোট চারজন দলের সর্বভারতীয় সহসভাপতির দায়িত্ব সামলাবেন। দলের চতুর্থ সহসভাপতি হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়।

মমতার অত্যন্ত বিশ্বস্ত বৃত্তে থাকা নেতাদের অন্যতম হলেন পার্থ চট্টোপাধ্যায়। পুরভোটে তৃণমূলের প্রার্থীপদ নিয়ে যখন আইপ্যাকের সঙ্গে বিবাদ ও বিতর্ক তুঙ্গে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি আস্থা রেখেছিলেন সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায়ের উপর। পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন তৃণমূলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পার্থবাবুর পাশাপাশি, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, যশবন্ত সিনহাদের উপরই সর্বভারতীয় স্তরে দলের সাংগঠনিক বিস্তার ও ভাবমূর্তি তৈরির রূপরেখা তৈরি করবেন।

এদিকে শুক্রবারই জানা যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদকের চেয়ারে ফিরিয়ে আনা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই। তাছাড়া নীতি নির্ধারন কমিটির দায়িত্বে থাকছেন যশবন্ত সিনহা, অমিত মিত্র সহ কয়েকজন। তাঁরাই অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে খসড়া তৈরি করবেন। তাছাড়া জাতীয় মুখপাত্র হিসাবে থাকছেন সুখেন্দু শেখর রায়। রাজ্যসভা চলাকালীন তিনি ওই দায়িত্বে থাকবেন। লোকসভায় মুখপাত্র থাকবেন কাকলি ঘোষদস্তিদার। মহুয়া মৈত্রও দিল্লির অফিস থেকে জাতীয় মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। উত্তরপূর্বের দায়িত্বে থাকছেন সুস্মিতা দেব, মুকুল সাংমা ও সুবল ভৌমিক। উত্তরপ্রদেশের কনভেনার হিসাবে থাকছেন রাজেশপতি ত্রিপাঠি ও হরিয়ানার কনভেনার হিসাবে অশোক কানোয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি? হঠাৎ আসবে টাকা, চাকরি, ব্যবসায় উন্নতি! কুম্ভ সহ বহু রাশি লাকি মঙ্গল বুধ যুতিতে নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.