বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কথা প্রকাশ্যে বললে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পার্থর

দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কথা প্রকাশ্যে বললে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পার্থর

পার্থ চট্টোপাধ্যায় (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক @ Partha Chatterjee)

সম্প্রতি করোনাকালে জমায়েত বন্ধ রাখা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে বিরোধ বাঁধে। অভিষেকের মন্তব্যের বিরোধিতা করে কার্যত বিদ্রোহ ঘোষণা করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকী, ‘ক্ষমতা থাকলে তাড়িয়ে দিক’ বলেও মন্তব্য করেন তিনি।

তৃণমূলের গৃহযুদ্ধ থামাতে অবশেষে ময়দানে নামতে হল দলের শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান পার্থ চট্টোপাধ্যায়কে। শনিবার সাংবাদিক বৈঠক করে, বেফাঁস কথা বললে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জানিয়েছেন, ইতিমধ্যে এব্যাপারে একমত হয়েছে দলের শৃঙ্খলারক্ষা কমিটি।

সম্প্রতি করোনাকালে জমায়েত বন্ধ রাখা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে বিরোধ বাঁধে। অভিষেকের মন্তব্যের বিরোধিতা করে কার্যত বিদ্রোহ ঘোষণা করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকী, ‘ক্ষমতা থাকলে তাড়িয়ে দিক’ বলেও মন্তব্য করেন তিনি। কল্যাণবাবুর দাবি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে কেউ ব্যক্তিগত মত প্রকাশ করতে পারেন না। এমনকী অভিষেক তৃণমূল ক্ষমতায় আসার পর রাজনীতিতে এসেছেন বলে কটাক্ষ করেন। জানান, কেউ দলীয় পদে বসে পড়তে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে নেতা হিসাবে মানেন না তিনি। 

কল্যাণবাবুর মন্তব্যকে সমর্থন করে শুক্রবার বিবৃতি দেন দলের আরামবাগের সাংসদ আফরিন আলি। ওদিকে অভিষেকের পাশে দাঁড়িয়ে কল্যাণকে আক্রমণ করে ফেসবুকে পোস্ট করতে থাকেন বহু নেতা।

পরিস্থিতি জটিল হতেই শনিবার বৈঠকে বসে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। বৈঠক শেষে পার্থবাবু বলেন, ‘কারও কোনও বক্তব্য থাকলে দলের অন্দরে তা জানাতে পারেন। কিন্তু দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনও কথা প্রকাশ্যে বললে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।’ এখন দেখার, দলের কঠোর অবস্থানে তৃণমূলের গৃহযুদ্ধ থামে কি না।

 

বাংলার মুখ খবর

Latest News

লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.