দু’দিন আগেই পা ফুলেছিল। এখন কোমরে ব্যথ্যা শুরু হয়েছে। সে কথা তিনি জেল কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়কে বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখুন এবং ব্যবস্থা নিন বলে জেসপ বিল্ডিংয়ের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে সিএমওএইচের কাছে। ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর ভুবনেশ্বর এইমস হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা হয়েছে।
কেমন সমস্যায় ভুগছেন পার্থ? এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে থাকার সময় জোকা ইএসআই হাসপাতালে তাঁর বারবার চিকিৎসা হয়েছে। এখন অবশ্য তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন। তাই জেলের হাসপাতালে থাকা চিকিৎসকরা নজরে রেখেছেন। ভারী চেহারার জেরেই পার্থ চট্টোপাধ্যায় কোমর এবং পায়ের সমস্যায় ভুগছেন। তাই তাঁকে অর্থোপেডিক চিকিৎসকরা দেখুন চাইছেন জেল কর্তৃপক্ষ। তাই সিএমওএইচের কাছে আবেদন জানানো হয়েছে।
জেলে কেমন আছেন প্রাক্তন মন্ত্রী? সূত্রের খবর, তাঁর খাবার পছন্দ হচ্ছে না। খাট পেলেও সেখানে শুয়ে শান্তি নেই। পাখার হাওয়ায় ঘুম তেমন হচ্ছে না। গতকাল বর্ষণমুখর বিকেলে তেলেভাজা কিনে খেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। রবিবারই প্রথম স্নান করেছেন তিনি। জলভরা একটি ড্রাম থেকে জল নিয়ে স্নান করেছেন তিনি। জেলের এই ব্যবস্থায় পা ফুলছে পার্থর। ব্যথা রয়েছে কোমরেও।
ঠিক কী জানাচ্ছেন পার্থ? জেলের চিকিৎসককে পার্থ জানান, মেঝেতে তিনি বসতে পারেন না। তাই তাঁর কথা বিবেচনা করে শেষমেশ চিকিৎসক খাটের সুপারিশ করেন। তাতে তাঁর বসার বেশ সুবিধা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় জেলে বই চেয়ে পড়েছেন। কিন্তু তারপরও কোমরে ব্যথা দেখা দিয়েছে। সহবন্দিদের সঙ্গে তিনি কথা বলেননি। তিনি কারও সঙ্গেই বেশি কথা বলছেন না। বরং চুপ করেই আছেন। মাঝে মাঝে কি যেন ভাবছেন। আবার ম্যাগাজিনে মুখ গুঁজে দিচ্ছেন।