আজ, বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তিনি নিয়োগ দুর্নীতি মামলায় জেলে ছিলেন। সদ্য জামিনে মুক্ত হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। আর এখন অসুস্থ হয়ে ভর্তি হলেন ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। পেটের সংক্রমণ নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অর্পিতা বলে সূত্রের খবর। মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের কাজ শেষ করার পরই অসুস্থবোধ করেন তিনি। কয়েকবার বমিও করেছেন বলে জানা যাচ্ছে। যখন পেটের যন্ত্রণা অসহ্য হয়ে উঠেছিল তখনই হাসপাতালে ভর্তি হন অর্পিতা।
এদিকে হাসপাতাল সূত্রে খবর, অর্পিতা মুখোপাধ্যায়ের পেটে কোনও সংক্রমণ হয়েছে। মায়ের শ্রাদ্ধের কাজের পরই সমস্যা দেখা দেয়। তলপেটে ব্যথা অনুভব করতে থাকেন তিনি। যার জেরেই হাসপাতালে ভর্তি করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কে। এখন তিনি চিকিৎসাধীন। এই পরিস্থিতির কথা জানানো হয়েছে আদালতে। কারণ অপিতা জামিন পেলেও সেখানে আছে একাধিক শর্ত। সেই শর্তের জন্যই আদালতে জানাতে হয়েছে অর্পিতা অসুস্থ এবং কোন হাসপাতালে ভর্তি আছেন। সমস্তরকম পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে। পরবর্তী সময়ে কেমন থাকে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: জেলা সংগঠনের পদ থেকে কি সরবেন মহুয়া? সরানোর দাবিতে চিঠি তৃণমূল সুপ্রিমোর কাছে
অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তার পর বেশ কয়েকবার মায়ের অসুস্থতার কথা জানিয়ে অর্পিতা জামিনের আর্জি করলেও তা মেলেনি। তবে গত ২০ নভেম্বর মায়ের মৃত্যুর কারণে প্যারোলে ছাড়া পান অর্পিতা। তখন জেল থেকে সোজা বেলঘরিয়ার বাড়িতে আসেন। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের একটি নির্দেশকে হাতিয়ার করে আবার ইডির বিশেষ আদালতে জামিনের আর্জি জানান অর্পিতার আইনজীবী। বিরোধিতা করে ইডি। তবে জামিন মেলে। জমা রাখতে হয়েছে পাসপোর্ট এবং শর্ত দেওয়া হয়।
এছাড়া গত পরশুদিন অর্পিতার মায়ের শ্রাদ্ধানুষ্ঠান ছিল। সেই কাজ শেষ করার পর থেকেই অসুস্থবোধ করেন তিনি। পরিস্থিতি বেগতিক হওয়ায় ভর্তি করা হয় হাসপাতালে এবং সেখানে এখন চিকিৎসাধীন। ২৫ নভেম্বর ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অর্পিতা মুখোপাধ্যায় জামিন পান। আর এবার পেটের সংক্রমণ গুরুতর আকার নেওয়ায় তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। কেমন আছেন অর্পিতা? সেটা এখনও খোলসা করে জানায়নি হাসপাতাল।