বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মানিক - শান্তিপ্রসাদদের কি বলির পাঁঠা করার চেষ্টা করছেন পার্থ?

মানিক - শান্তিপ্রসাদদের কি বলির পাঁঠা করার চেষ্টা করছেন পার্থ?

আদালত থেকে জেলে ফিরছেন পার্থ চট্টোপাধ্যায়।

আদালতে পেশ করা হয়, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ১৩ জনকে। শান্তিপ্রসাদের আইনজীবী বলেন, যে ভাবে সিবিআই তদন্ত করছে তাতে জেল হেফাজতে থাকতে থাকতে অভিযুক্তদের কিছু একটা হয়ে যেতে পারে। তেমনটা হলে অভিযুক্ত ও অভিযোগকারী কেউই সুবিচার পাবে না।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের একবার নিজেকে নির্দোষ দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যারের সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ দাবি করেন, কে কুন্তল? চিনি না। একই সঙ্গে তাঁর দাবি, মন্ত্রীর কাউকে নিয়োগ দেওয়ার ক্ষমতা নেই। তাহলে আমাকে দোষারোপ করা হচ্ছে কেন? পার্থর এহেন যুক্তিতে প্রশ্ন উঠছে, তাহলে কি মানিক – শান্তিপ্রসাদদের ঘাড়ে কাঁঠাল ভেঙে পার পেতে চাইছেন পার্থ?

এদিন পার্থ চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘SSC বা প্রাথমিক শিক্ষা সংসদ স্বশাসিত বোর্ড। মন্ত্রী এখানে নিয়োগকর্তা নন।’ প্রশ্ন উঠছে তবে কি শান্তিপ্রসাদ – মানিকদের বলির পাঁঠা করে নিজে বাঁচতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়?

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গত জুলাইয়ে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ED. তার পর থেকে জেলবন্দি তিনি। এর মধ্যে এই দুর্নীতিতে গ্রেফতার হয়েছে যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ। এদিন পার্থর সামনে কুন্তলের নাম করলে তিনি বলেন, ‘কে কুন্তল ঘোষ? চিনি না।’ যদিও সপ্তাহ কয়েক আগে জেলের ভিতরেই পার্থ ও কুন্তলের কথা হয়েছে বলে সূত্রের খবর।

এদিন আদালতে পেশ করা হয়, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ১৩ জনকে। শান্তিপ্রসাদের আইনজীবী বলেন, যে ভাবে সিবিআই তদন্ত করছে তাতে জেল হেফাজতে থাকতে থাকতে অভিযুক্তদের কিছু একটা হয়ে যেতে পারে। তেমনটা হলে অভিযুক্ত ও অভিযোগকারী কেউই সুবিচার পাবে না। সিবিআই রোজ বলছে নতুন নথি পেয়েছি। কিন্তু কোনও নথি দেখতে পেলাম না।

এদিন আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় সিবিআইকে। অভিযুক্ত আবদুল খালেকের ল্যাপটপ বাজেয়াপ্ত করলেও তার থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ না করায় ক্ষোভ প্রকাশ করেন বিচারক। তিনি বলেন, ২০ দিন ধরে ল্যাপটপ বাজেয়াপ্ত করে রেখে দিয়েছেন। কিন্তু তা থেকে তথ্য সংগ্রহ করেননি। আপনারা যে তথ্য বদলে দিচ্ছেন না তা কী করে বুঝব? কোন আইনে ল্যাপটপ বাজেয়াপ্ত করলেন?

এদিন দুপক্ষের সওয়াল জবাবের পর অভিযুক্ত প্রত্যেককে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত।

 

বন্ধ করুন