বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ব্রাত্যর সময় তো আর ৫০টা বিশ্ববিদ্যালয় ছিল না, শিক্ষা দফতর হারিয়ে বললেন পার্থ

ব্রাত্যর সময় তো আর ৫০টা বিশ্ববিদ্যালয় ছিল না, শিক্ষা দফতর হারিয়ে বললেন পার্থ

পার্থ চট্টোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্য এএনআই)

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘যখন শিল্প থেকে শিক্ষায় দিয়েছিল সেটাও তো চ্যালেঞ্জ ছিল। আর এতো আমার পরিচিত ফিল্ড। সারা বিশ্বেই শিল্প ও বিনিয়োগের যা পরিস্থিতি....অমিত মিত্র অনেকটাই এগিয়ে রেখেছেন।

দফতর হারিয়ে শিক্ষা থেকে ফের শিল্পে ফিরেছেন তিনি। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রী হিসাবে সাফল্য বরাবরই থাকে আতসকাচের নীচে। এদিন নতুন দফতর পেয়ে যেমন নির্লিপ্ত শোনাল তাঁকে, তেমনই পরোক্ষে মনে করালেন পুরনো দফতরে তাঁর সাফল্যের খতিয়ান।

সোমবার রাজ্য মন্ত্রিসভার দফতর বণ্টনের পর দেখা যায় শিক্ষা থেকে ফের শিল্প দফতরে ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রথম তৃণমূল সরকারের শুরুতে এই দফতরের দায়িত্বে ছিলেন তিনি। যদিও তাঁর সাফল্য নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। এর পর পার্থবাবুকে সরিয়ে অমিত মিত্রকে শিল্প দফতরের অতিরিক্ত দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে রাজ্যের শিল্পায়নের ছবির তেমন বদল হয়নি। পুরনো দফতর ফিরে পেয়েও এদিন তাঁর কণ্ঠস্বরে স্পষ্ট, তেমন খুশি নন তিনি। 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘যখন শিল্প থেকে শিক্ষায় দিয়েছিল সেটাও তো চ্যালেঞ্জ ছিল। আর এতো আমার পরিচিত ফিল্ড। সারা বিশ্বেই শিল্প ও বিনিয়োগের যা পরিস্থিতি....অমিত মিত্র অনেকটাই এগিয়ে রেখেছেন। তাঁর কাছ থেকে পরামর্শ নেবো’। 

ব্রাত্য বসুকে কী বার্তা দেবেন। জবাবে তৃণমূল সরকারের অন্যতম বরিষ্ঠ এই মন্ত্রী শিক্ষা দফতরে তাঁর সাফল্য স্মরণ করান। বলেন, ‘ব্রাত্য যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন তো ৫০টা বিশ্ববিদ্যালয় ছিল না। ৫২টা নতুন সরকারি স্কুল ছিল না। ১০০-র ওপর ইংলিশ মিডিয়াম ও ৭৫০টির ওপর হিন্দি মাধ্যম স্কুল ছিল না। সেই ধারাকেই সে এগিয়ে নিয়ে যাবে। যদি কোথাও কোনও ভুল থাকে তাহলে সংশোধন করবে’।

 তবে শিল্প দফতরের দায়িত্ব নিয়েই বিশ্বের বিনিয়োগের হালকে যে ভাবে ঢাল করলেন পার্থবাবু তাতে আগামীতেও রাজ্য কতটা শিল্পায়নের পথে এগোতে পারবে সে প্রশ্ন রয়েই গেল।

 

বাংলার মুখ খবর

Latest News

কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.