বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Partha Chatterjee: নিয়োগ দুর্নীতিতে আমি কোনও ভাবেই যুক্ত নই, অভিষেককে নিয়ে প্রশ্নে পালটা পার্থ

Partha Chatterjee: নিয়োগ দুর্নীতিতে আমি কোনও ভাবেই যুক্ত নই, অভিষেককে নিয়ে প্রশ্নে পালটা পার্থ

পার্থ চট্টোপাধ্যায়। ফাইল ছবি

তিনি বলেন, ‘নিয়োগ দুর্নীতিতে আমি কোনও ভাবেই যুক্ত নই। বিনা বিচারে ৩০০ দিন ধরে জেলে বন্দি আছি। বিচার কোথায়? তার কথা আগে বলুন।’

নিয়োগ দুর্নীতিতে আমি কোনও ভাবেই যুক্ত নই। বিনা বিচারে ৩০০ দিন ধরে জেলে বন্দি আছি। তার কথা আগে বলুন। সোমবার আদালতে পেশের সময় অভিষেককে সিবিআই জেরা নিয়ে প্রশ্ন শুনে এই প্রতিক্রিয়া দিলেন জেলবন্দি তৃণমূলের বহিষ্কৃত মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

এদিন তিনি বলেন, ‘নিয়োগ দুর্নীতিতে আমি কোনও ভাবেই যুক্ত নই। বিনা বিচারে ৩০০ দিন ধরে জেলে বন্দি আছি। বিচার কোথায়? তার কথা আগে বলুন।’

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গত বছর ২৩ জুলাই ভোর রাতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তার পর থেকে প্রেসিডেন্সি জেলে বন্দি তিনি। একই সঙ্গে বন্দি রয়েছেন পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়।

আদালতে পেশের সময় বারবার পার্থবাবু দাবি করেছেন নিয়োগ দুর্নীতিতে তিনি কোনও ভাবেই যুক্ত নন। তবে এদিন পার্থর প্রতিক্রিয়ার অন্য তাৎপর্য খুঁজছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জেরা নিয়ে প্রশ্নের জবাবে নিজের ব্যাপারে মুখ খোলেন পার্থ। বলেন, আমার বিচার কোথায়, সেকথা আগে জিজ্ঞাসা করুন। তাহলে কি পার্থ বুঝতে পেরেছেন, জেল থেকে বেরোতে দলের ওপর ভরসা করলে চলবে না? না কি অভিষেকের ব্যাপারে অতটা উৎসাহী নন বোঝাতে প্রসঙ্গ এড়াতে চাইলেন তিনি?

 

বন্ধ করুন