বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Partha Chatterjee: কুড়মিদের ওপর দমন - পীড়ন চালাচ্ছে রাজ্য সরকার, কার্যত স্বীকার জেলবন্দি পার্থর

Partha Chatterjee: কুড়মিদের ওপর দমন - পীড়ন চালাচ্ছে রাজ্য সরকার, কার্যত স্বীকার জেলবন্দি পার্থর

আদালত থেকে জেলের পথে পার্থ। 

এদিন পার্থবাবু বলেন, ‘২০০১ থেকে ২০২২ সাল পর্যন্ত নেত্রীর সমস্ত আন্দোলনে আমি সঙ্গী ছিলাম। কুড়মিদের সঙ্গে জঙ্গলমহলে সকলের সঙ্গে একটা আলাপ আলোচনা করুন। দমন পীড়ন নীতি অবলম্বন করা বোধ হয় ঠিক হবে না।

কুড়মি আন্দোলন রুখতে দমন – পীড়ন নীতি প্রয়োগ করছে রাজ্য সরকার। মঙ্গলবার আলিপুর আদালত থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত একথাই বললেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার তৃণমূলের বহিষ্কৃত মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের আবেদন জানিয়েছেন তিনি।

এদিন পার্থবাবু বলেন, ‘২০০১ থেকে ২০২২ সাল পর্যন্ত নেত্রীর সমস্ত আন্দোলনে আমি সঙ্গী ছিলাম। কুড়মিদের সঙ্গে জঙ্গলমহলে সকলের সঙ্গে একটা আলাপ আলোচনা করুন। দমন পীড়ন নীতি অবলম্বন করা বোধ হয় ঠিক হবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল। দমন – পীড়ন নীতির বদলে আলাপ আলোচনার মাধ্যমেই তাঁরা যেন এই সমস্যার সমাধান করেন’।

এছাড়া এদিন রাজ্যের কারারক্ষীদের পুলিশবাহিনীর অংশ করার দাবি তোলেন পার্থ। তিনি বলেন, আমি বিরোধী দলনেতা থাকাকালীন এই দাবি জানিয়েছিলাম। আবার একই দাবি জানাচ্ছি।

উপজাতি সংরক্ষণের দাবিতে অনড় কুড়মি সম্প্রদায়ের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চরমে পৌঁছেছে। গত শুক্রবার শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে থাকা মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়িতে হামলার পর গ্রেফতার হয়েছেন একের পর এক কুড়মি নেতা। ওই ঘটনার তদন্তভার সিআইডিকে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু অভিযুক্তদের হেফাজতে নিতে পারেনি সিআইডি। তাদের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।

এদিন পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যে প্রশ্ন উঠছে, তবে কি রাজ্য সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করলেন প্রায় বছরভর জেলবন্দি পার্থ? তবে কি আগামীতে কোনও বোমা ফাটাতে চলেছেন তিনি? এদিন পার্থর মেজাজ দেখে অনেকেই সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

 

বন্ধ করুন