অরেঞ্জ লাইনে কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের মধ্যে পরিষেবার সংখ্যা ও সময় বাড়ানো হবে বলে আগেই ঘোষণা করেছিল মেট্রো কর্তৃপক্ষ। সেইমতোই গতকাল সোমবার থেকে এই লাইনে মেট্রো পরিষেবা বাড়ানো হয়েছে। সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পরিষেবা চালু হয়েছে। আর মেট্রো সংখ্যায় বাড়তেই ভালো সাড়া মিলেছে। এক লাফে যাত্রী সংখ্যা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে যাত্রীদের জন্য আরও একটি সুখবর দিল মেট্রো। অরেঞ্জ লাইনে পুজোর আগেই বেলেঘাটা স্টেশন পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। এই মর্মে রেল বোর্ডের কাছে আবেদন জানানো হচ্ছে বলে মেট্রো সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ রাতের মেট্রো পরিষেবায় সময়সূচি পরিবর্তন করা হচ্ছে, শেষ ট্রেন কখন পাবেন যাত্রীরা?
সূত্রের খবর, কমিশনার অফ রেলওয়ে সেফটি ইতিমধ্যেই এই অংশ খতিয়ে দেখার কাজ সম্পন্ন করেছে। তবে সেই সময় কিছু যান্ত্রিক সমস্যা পাওয়া গিয়েছিল। সেগুলি ঠিক করতে বলা হয়েছে মেট্রোকে। দ্রুত সেই ত্রুটি সরিয়ে পুজোর আগেই যাতে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চালু করা যায় সেবিষয়ে রেল বোর্ডের কাছে আবেদন জানাবে কর্তৃপক্ষ। বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলে যাত্রীরা যেমন উপকৃত হবেন তেমনই যাত্রী সংখ্যাও ভালোই হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।
আগে এই লাইনে দৈনিক ৪৮টি মেট্রো চলত। কিন্তু, সোমবার থেকে সেই সংখ্যা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে। ৩৭টি আপ এবং ৩৭টি ডাউন মিলিয়ে মোট ৭৪টি মেট্রো চালানো হচ্ছে। মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে ২০ মিনিট অন্তর। শনি ও রবিবার বাদে সোম থেকে শুক্রবার এই সংখ্যায় চলবে অরেঞ্জ লাইনে। আগে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল শনিবারও কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের মধ্যে মেট্রো চালানো হবে। কিন্তু, পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। বর্ধিত পরিষেবার ফলে সকালে এবং রাতে গন্তব্যস্থলে পৌঁছতে গিয়ে সুবিধা হবে যাত্রীদের। ফলে মেট্রো কর্তৃপক্ষের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, বর্ধিত পরিষেবা চালু হওয়ার পরেই গত সপ্তাহের সোমবার মেট্রোয় যে সংখ্যক যাত্রী ছিল, সেই তুলনায় গতকাল যাত্রীর সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে। মেট্রো কর্তপক্ষের আশা, অরেঞ্জ লাইনে পরিষেবা বাড়ার ফলে যাত্রী সংখ্যা আগামী দিনে আরও অনেক বৃদ্ধি পাবে।