বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > আয়ার মারে রোগীমৃত্যুর অভিযোগ, তদন্তের আশ্বাস হাসপাতালের

আয়ার মারে রোগীমৃত্যুর অভিযোগ, তদন্তের আশ্বাস হাসপাতালের

আয়ার মারে রোগীমৃত্যুর অভিযোগ, তদন্তে পুলিশ, অন্তর্তদন্তের আশ্বাস হাসপাতালের (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

পুরুষ আয়ার মারে রোগীমৃত্যু অভিযোগে তুলকালাম কাণ্ড ঘটে গেল আর জি কর হাসপাতালে। অভিযোগ, ওই হাসপাতালের পুরুষ আয়া রোগীকে মারধর করায় তাঁর মৃত্যু হয়েছে। যদিও হাসপাতালের অন্যান্য কর্মীরা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, শয্যা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই রোগীর। ইতিমধ্যেই টালা থানায় অভিযোগ দায়ের হওয়ায়, তদন্তে নেমেছে পুলিশ। অন্তর্তদন্তের আশ্বাসও দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই রোগীর নাম গোপাল দাস‌ (‌৫০)‌। পেশায় অটোচালক ছিলেন তিনি। দত্তপুকুরের বাসিন্দা গোপালবাবু। তিনি বামুনগাছি—উল্টোডাঙা রুটে অটো চালাতেন। গত ৩ জুন কাজ সেরে বাড়ি ফেরার পথে দত্তপুকুর ও বামুনগাছির মধ্যে একটি গাড়ি গোপালবাবু অটোয় ধাক্কা মারে। দুর্ঘটনায় পাঁজরে আঘাত পেয়েছিলেন গোপাল। তাছাড়া বাঁ হাতের কনুইয়ে চোট লেগেছিল তাঁর। বারাসতের একটি হাসপাতালে ১৭ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ১৪ জুন অবস্থার অবনতি হওয়ায় কলকাতার আর জি কর হাসপাতালে নিয়ে এসে ভরতি করানো হয় তাঁকে। তারপর গোপালবাবুর বুকের এক্স-‌রে করানো হয়। রিপোর্টে চিকিৎসকরা দেখেন যে, তাঁর বুকে জল জমে গিয়েছে। সেখানে তাঁর অস্ত্রপচারও হয়। কয়েকদিন আইসিইউ তে রেখে পরে তাঁকে অর্থপেডিকের পুরুষ ওয়ার্ডে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। গোপালের স্ত্রী পূর্ণিমা দাসের অভিযোগ, ওই ওয়ার্ডের এক পুরুষ আয়া তাঁকে খুব বকাবকি করত। এমনকী, তাঁকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ তাঁর।

ঘটনা প্রসঙ্গে আরজি করের ডেপুটি সুপার সুপ্রিয় চৌধুরী বলেন, ‘‌পরিবারের তরফে লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনার অন্তর্তদন্ত করা হবে।’‌ তবে আরজি করের সুপার মানস বন্দ্যোপাধ্যায়ের কাছে সকাল পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে।

মৃত ওই রোগীর পরিবারের বক্তব্য, গোপালকে খাবার দিয়ে আসতেন তাঁরা। তখন উনি অভিযোগ করতেন, তাঁকে বিমল ও পাপ্পু নামের দু’‌জন আয়া প্রচন্ড মারধর করে। বুধবার সকালে মৃত্যু হয় গোপালের। পরিবারের অভিযোগ, রাতে রোগী খাট থেকে পড়ে গিয়েছিলেন। সেই কারণে তাঁকে আয়ারা মারধর করায় তাঁর মৃত্যু হয়েছে। এই নিয়ে টালা থানায় অভিযোগ দায়ের করেন গোপালের বাড়ির লোকজন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু ওই বিভাগের অন্যান্য আয়ারা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, ‘‌রাতে খাট থেকে পড়ে গিয়ে থাকতে পারেন তিনি। তাতেই তাঁর মৃত্যু হয়েছে।’‌

বাংলার মুখ খবর

Latest News

শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.