বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কিছুতেই কাজ করছে না পঞ্চায়েত? নবান্নকে নালিশ জানাতে পারবেন হোয়াটসঅ্যাপেই

কিছুতেই কাজ করছে না পঞ্চায়েত? নবান্নকে নালিশ জানাতে পারবেন হোয়াটসঅ্যাপেই

হোয়াটস অ্য়াপের মাধ্যমে নবান্নকে সরাসরি পঞ্চায়েত সংক্রান্ত নালিশ জানানো পারবেন। প্রতীকী ছবি,  মিন্ট (MINT_PRINT)

এবার সেই দিদিকে বলোর ধাঁচেই রাজ্যের পঞ্চায়েত দফতর চালু করতে চাইছে বিশেষ হোয়াটস অ্যাপ নম্বর।

গত বিধানসভা ভোটের আগে বেশ সাড়া ফেলে দিয়েছিল দিদিকে বলো কর্মসূচি।মুখ্যমন্ত্রীর কাছে কোনও বিষয় পৌঁছে দেওয়ার জন্য়ই এই বিশেষ পদ্ধতি চালু করা হয়েছিল। এবার সেই দিদিকে বলোর ধাঁচেই রাজ্যের পঞ্চায়েত দফতর চালু করতে চাইছে বিশেষ হোয়াটস অ্যাপ নম্বর। পানীয় জল, রাস্তা, জঞ্জালের সমস্যা সহ দুর্নীতির অভিযোগও জানানো যাবে এই নম্বরে। সেই নম্বরে সরাসরি পঞ্চায়েতের যে কোনও অভিযোগ জানানো যাবে। একেবারে তৃণমূলস্তরে পঞ্চায়েতের কাজকর্ম কীভাবে চলছে তারই খবর পেতে চাইছে রাজ্য পঞ্চায়েত দফতর। পাশাপাশি এই পদ্ধতির মাধ্যমে বাসিন্দারাও সরাসরি রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এদিকে পঞ্চায়েতের কাজকে দুর্নীতিমুক্ত করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্য়মন্ত্রী। সেই কাজকেও এভাবে বাস্তবায়িত করতে উদ্যোগ নিচ্ছে দফতর। 

দফতর সূত্রে খবর, গ্রামের পরিষেবাগত পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা একবারে সরাসরি গ্রামের মানুষের কাছ থেকেই শুনতে চাইছে নবান্ন। কোথাও দুর্নীতি হয়ে থাকলে, পঞ্চায়েতের পরিষেবাগত কোনও সমস্য়া থাকলে সবটাই জানানো যাবে হোয়াটস অ্যাপের মাধ্যমে। শীঘ্রই, গ্রাম পঞ্চায়ত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে এই হোয়াটস অ্য়াপ নম্বর পৌঁছে দেওয়া হবে। 

 

এদিকে সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর এই দফতরের দায়িত্ব পেয়েছেন জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায়। মুখ্যামন্ত্রীর নির্দেশে তিনিই এই বিশেষ পদ্ধতির মাধ্যমে তৃণমূল স্তরের সঙ্গে যোগাযোগ রাখতে চাইছেন। ইতিমধ্যে পঞ্চায়েতর কাজের অগ্রগতি সম্পর্কে জানিতে ইঞ্জিনিয়ার ও অফিসারদের নিয়েও হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি হয়েছে।

 

বাংলার মুখ খবর

Latest News

হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.