জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ে জন্মদিনে ফের একবার মুসলিমদের বার্তা দিলেন রাজ্য বিজেপির সদ্য নির্বাচিত সভাপতি শমীক ভট্টাচার্য। একই সঙ্গে পশ্চিমবঙ্গ রক্ষায় সমস্ত রাজনৈতিক দলকে একজোট হওয়ার ডাক দিলেন তিনি।
এদিন শমীকবাবু বলেন, ‘মানুষ বাংলাদেশের দিকে তাকিয়ে বুঝতে পারছে, সিঁদুরে মেঘ নয়, এতো ভিতরে ঢুকে পড়েছে। বাংলাদেশে ইন্দির গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরিতে ৭০ হাজার বই পুড়িয়ে দেওয়া হল। আর মুর্শিদাবাদে ছাত্র আগের দিন যে শিক্ষকের কাছে পড়েছেন পরের দিন তাঁর ওপর তলোয়ার নিয়ে আক্রমণ করল, তার কারণ ব়্যাডিক্যালাইজেশন। তার কারণ ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজম। এই মৌলবাদ সারা পৃথিবীর জন্য অভিশাপ। এটা মানব সভ্যতার ক্যান্সার। এটা থেকে মুক্তি পেতে হবে। আর সেই মুক্তির পথ একা কোনও রাজনৈতিক দল করতে পারবে না। এগিয়ে আসতে হবে সমস্ত রাজনৈতিক দলকে।’
রাজ্যের বাংলাভাষী মুসলিমদের উদ্দেশ করে শমীকবাবু বলেন, ‘যারা মুসলমান ভাই – বোন আছেন তাদেরও মনে রাখতে হবে। মধ্যযুগে আপনারা অনেক অত্যাচার নিপীড়নের মধ্যে আপনারা নিজের ধর্ম বদল করতে বাধ্য হয়েছিলেন। হয়তো সংঙ্ঘবদ্ধতা ধর্মাচরণ ভালো লেগেছিল, আমি বিতর্কে যাব না। কিন্তু আমাদের ভাষা এক। আমরা আমাদের ডিএনএর পরিবর্তন করতে পারব না। আপনি সাত পুরুষ আগে যিনি ছিলেন তাঁর নাম পরিবর্তন করতে পারবেন না। এটা আমাদের বাংলা। এই বাংলা এগিয়ে আছে না পিছিয়ে আছে সেটা বিচার করবেন রাজনৈতিক মঞ্চে। কিন্তু আগে এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে।’