বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Covid Vaccine: কোভিড বাড়তেই বাড়ছে টিকা নেওয়ার চাহিদা, ভিড় বাড়ছে বেসরকারি হাসপাতালে

Covid Vaccine: কোভিড বাড়তেই বাড়ছে টিকা নেওয়ার চাহিদা, ভিড় বাড়ছে বেসরকারি হাসপাতালে

কোভিড টিকা নেওয়ার প্রবণতা বাড়ছে। প্রতীকী ছবি

টিকার ডোজ সম্পূর্ণ করার জন্য কেন্দ্রের পরামর্শের পরেই নতুন করে আগ্রহ তৈরি হয়েছে মানুষের মধ্যে। অধিকাংশ বেসরকারি হাসপাতালে আগে কোভিডের টিকার চাহিদা কম থাকার কারণে টিকা মজুত ছিল না বা শেষ হয়ে গিয়েছিল। তবে নতুন করে চাহিদা বাড়তেই আবার টিকাদান কেন্দ্রগুলি করোনা ভ্যাকসিন মজুত করার পরিকল্পনা নিয়েছে।

চিন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্রে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ভারতে করোনা সংক্রমণ এখনও সেভাবে না বাড়লেও ফিরছে আতঙ্ক। আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে করোনা বিধি চালু করছে কেন্দ্র। রাজ্যেও করোনা নিয়ে বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে সরকার। এই পরিস্থিতিতে অনেকেই করোনা টিকা নিতে আগ্রহী হয়েছেন। যার ফলে ভিড় জমছে শহরের বেসরকারি হাসপাতালগুলিতে।

টিকার ডোজ সম্পূর্ণ করার জন্য কেন্দ্রের পরামর্শের পরেই নতুন করে আগ্রহ তৈরি হয়েছে মানুষের মধ্যে। অধিকাংশ বেসরকারি হাসপাতালে আগে কোভিডের টিকার চাহিদা কম থাকার কারণে টিকা মজুত ছিল না বা শেষ হয়ে গিয়েছিল। তবে নতুন করে চাহিদা বাড়তেই আবার টিকাদান কেন্দ্রগুলি করোনা ভ্যাকসিন মজুত করার পরিকল্পনা নিয়েছে। সরকারি কেন্দ্রগুলিতেও টিকা নেওয়ার চাহিদা বাড়ছে। তবে সেখানেও একই অবস্থা। বাগবাজারের টিকাকরণ কেন্দ্রে কোভিড টিকা পাঠানো হচ্ছে। এখানে কোভিশিল্ডের ডোজ নেই। তবে কোভ্যাকসিনের ডোজ রয়েছে মাত্র ৩৩,০০০টি।

পিয়ারলেস হাসপাতালের সিইও সুদীপ্ত মিত্র বলেছেন, চাহিদা মোকাবেলায় তাঁরা নতুন ভ্যাকসিন মজুত করার পরিকল্পনা করছেন। যদিও টিকা নেওয়ার জন্য মানুষের সংখ্যা এখনও খুব বেশি নয়, তবুও গত তিন-চার দিনে মানুষের সংখ্যা অনেকটা বেড়েছে। আগে যেখানে দিনে প্রায় ৫-৬ জন ছিল সেখানে শুক্রবার ৪৪ জন টিকা নিয়েছেন। এই হারে টিকা চলতে থাকলে আমাদের কাছে মজুত থাকা টিকা ২ সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। তাই নতুন করে টিকা মজুত করা প্রয়োজন। বেসরকারি হাসপাতালগুলির মতে, কোভিড নতুন করে বাড়ার চাহিদা বাড়তে শুরু করেছে। বেশির ভাগ মানুষই আসছেন ডোজ নিতে। কয়েকজন দ্বিতীয় ডোজের জন্যও আসছেন।

বন্ধ করুন