ভাগ্যিস ক্যালেন্ডারটা আছে! নাহলে মহালয়ার সন্ধ্যায় লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভিড়ের ছবিটা দেখার পরে কারও যদিও কারও ষষ্ঠী বলে মনে হত, তাহলে তাঁকে একেবারেই দোষ দেওয়া যেত না। কারণ কলকাতার অন্যতম ‘ব্লকবাস্টার’ পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপে মানুষের ঢল নেমেছে। যে পুজো কমিটির এবারের থিম হল তিরুপতি বালাজি মন্দির। প্রতিবারের মতোই এবারও মন জয় করে নিয়েছে প্রতিমার সাজ-সজ্জা। তিরুপতি বালাজি মন্দিরে এমনিতেই সোনার চল আছে। আর শ্রীভূমিতেও প্রতি বছর মা দুর্গাকে কয়েক কেজি সোনায় সাজিয়ে তোলা হয়। এবারও সেই ধারার ছেদ পড়েনি।
প্রতিবারই ঢল নামে মানুষের
এমনিতে গত কয়েক বছর ধরে শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো মণ্ডপ নিয়ে আলাদাই উন্মাদনা তৈরি হয়েছে। অতীত এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে পদপিষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও ছিল। আর সেই ভিড় এড়াতে মহালয়া থেকেই অনেকে শ্রীভূমি স্পোর্টিংয়ের ঠাকুর দর্শন শুরু করে দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রথম যে পুজোর উদ্বোধন করেন, সেটা এই শ্রীভূমিরই। মঙ্গলবার তিনি শ্রীভূমির উদ্বোধন করে দেন। আর দেবীপক্ষের সূচনার দিনেই জনসাধারণের জন্য মণ্ডপ খুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Durga Puja 2024: এবার কি অষ্টমী আর নবমী এক দিনে? জেনে নিন ষষ্ঠী থেকে দশমী সমেত দুর্গাপুজোর দিনক্ষণ
শ্রীভূমিতে ভিড়
আর তারপরই শ্রীভূমির প্রতিমা দর্শন করতে আসতে থাকেন অনেক মানুষ। মণ্ডপে ঢোকার রাস্তায় মানুষের ভিড় দেখা গিয়েছে। অল্পবিস্তর ঠেলাঠেলির দৃশ্যও দেখা গিয়েছে শ্রীভূমির মণ্ডপের সামনে। অনেক বয়স্ক মানুষ এবং খুদেদেরও দেখা গিয়েছে। মণ্ডপের ঢোকার আগে থেকেই অনেকে মোবাইল বের করে ছবি বা ভিডিয়ো করতে থাকেন।
‘দ্রোহের উৎসব শুরু', জ্বালানো হল প্রদীপ
তারইমধ্যে আজ আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের জন্য বিচার চেয়ে বুধবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা থেকে মহামিছিল করা হয়। সেই মিছিলের শেষে হয়েছে মহাসমাবেশও। সেখান থেকে থেকে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-র অন্যতম ‘মুখ’ দেবাশিস হালদার বলেন, ‘যদি পিছু হটে যাই, তাহলে আমরা আয়নার সামনে দাঁড়াত পারব না। আজ যদি পিছু হটে যাই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমরা দাঁড়াতে পারব না। এই দায় আমাদের আছে।’
পরবর্তীতে তরুণী চিকিৎসকের জন্য বিচার চেয়ে বাবুঘাটে গঙ্গায় হাজার প্রদীপ জ্বালিয়ে ‘দ্রোহের উৎসবের’ সূচনা করা হয়। আন্দোলনকারীরা বলেছেন, ‘দ্রোহের উৎসব শুরু হয়েছে। আমরাও উৎসবে সামিল।’ মঙ্গলবার মহালয়ার প্রাক্কালে যে মিছিল করা হয়, সেই ব্যানারে লেখা ছিল, ‘অভয়াশক্তি বলপ্রদায়নী’