বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ফের বাড়ল পেট্রোল–ডিজেলের দাম, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা

ফের বাড়ল পেট্রোল–ডিজেলের দাম, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা

বাড়ছে পেট্রোল–ডিজেলের দাম। ছবি–এএনআই (ANI) (ANI PHOTO)

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। তাই নির্বাচন মিটতেই পেট্রোপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের দুশ্চিন্তা তুঙ্গে।

দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানির দামও। দফায় দফায় বাড়ছে পেট্রোল–ডিজেলের দাম। অক্ষয় তৃতীয়ার দিন ফের ২৮ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম। আর তা পৌঁছল ৯২ টাকা ৪৪ পয়সায়। আবার ডিজেলের দাম বেড়েছে ৩৪ পয়সা। নতুন দাম লিটার পিছু ৮৫ টাকা ৭৯ পয়সা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। তাই নির্বাচন মিটতেই পেট্রোপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের দুশ্চিন্তা তুঙ্গে।

ফেব্রুয়ারি মাস থেকেই ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম–সহ রাজ্যে নির্বাচনের কারণে কিছুদিন দাম বাড়েনি জ্বালানির। এবার নির্বাচন শেষ হয়ে গেলে ফের বাড়তে শুরু করেছে পেট্রোল–ডিজেলের দাম। মঙ্গলবার প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৯১ টাকা ৯২ পয়সা। ডিজেলের দাম ৮৩ টাকা ৭৮ পয়সা ছিল। তারপর গত তিনদিন ধরে সারা ভারতে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। রোজই নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে জ্বালানির দাম। আজ সকালে পেট্রোল–ডিজেলের দাম বেড়েছে ২৮ ও ৩৪ পয়সা।

এই পরিস্থিতিতে আরও অনেক নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে বলে অনেকেই মনে করছেন। গোটা দেশের নানা জায়গায় আংশিক লকডাউন চলছে। লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেনের সংখ্যাও কমে গিয়েছে। সুতরাং অনেকেই ব্যক্তিগত গাড়িতে নানা জায়গায় যাতায়াত করছেন। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। আবার জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এক জেলা থেকে অন্য জেলায় এবং শহর কলকাতায় জিনিসের আনার ক্ষেত্রে বহন খরচ বেড়ে যাচ্ছে। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হচ্ছে। যাতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।

বন্ধ করুন