বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > করোনার টিকা আবিষ্কার না হলে শিশুদের স্কুল-হাজিরায় ছাড়ের আবেদন হাইকোর্টে

করোনার টিকা আবিষ্কার না হলে শিশুদের স্কুল-হাজিরায় ছাড়ের আবেদন হাইকোর্টে

অতিমারীর টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত শিশুদের স্কুলে হাজিরা না দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন জানালে অভিভাবকরা।

যে হেতু ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের বিবিধ টিকার কোর্স সম্পূর্ণ করতে হয়, তাদের দেহে স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে না।

বারো বছরের কমবয়েসি শিশুরা করোনা সংক্রমণের শিকার হতে পারে। সেই কারণে অতিমারীর টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত তাদের স্কুলে হাজিরা না দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন জানালে অভিভাবকরা।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বি এন রাধাকৃষ্ণন ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চের কাছে আইনজীবী প্রিয়াঙ্কা তিবরেওয়াল জানান, যে হেতু ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের বিবিধ টিকার কোর্স সম্পূর্ণ করতে হয়, তাদের দেহে স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে না।

আদালতের কাছে তিনি আবেদন জানান, বারো বছরের কমবয়েসি শিশুদের স্কুলে উপস্থিতির ক্ষেত্রে ছাড় দেওয়া হোক। যত দিন পর্যন্ত করোনা সংক্রমণের প্রতিষেধক টিকা আবিষ্কার হচ্ছে, তত দিন পর্যন্ত এই ছাড় দেওয়ার জন্য আদালতকে তিনি অনুরোধ করেন। 

মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১৯ জুন নির্ধারিত করার পরে ওই দিন রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে আইনজীবী মারফৎ শুনানিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

 

বন্ধ করুন