আজ, বাংলা ও বাঙালির নতুন বছর। পয়লা বৈশাখ। নববর্ষ। ২০২১ সালে বাংলার বিধানসভা নির্বাচনের মধ্যেই পড়েছিল বাঙালির নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ। তখনও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী–মুখ্যমন্ত্রী৷ এখন ভোট নেই। করোনাভাইরাসও নিয়ন্ত্রণে। তাই এবারের নববর্ষ নিখাদ শুভেচ্ছাতেই আবদ্ধ রাখলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা।
ঠিক কী জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী? আজ, শুক্রবার ট্যুইট করে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদী লেখেন, ‘শুভ নববর্ষ। পয়লা বৈশাখের শুভেচ্ছা।’ এবার আর তিনি বাংলায় নয়, ইংরেজি হরফেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। বঙ্গ–বিজেপির নেতারা তাতে আপ্লুত। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই শুভেচ্ছা বার্তা দেখেছেন।
কী লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী? তিনি আজ সকালে বাংলার মানুষকে চিরাচরিত রীতি মেনেই শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে লিখেছেন, ‘শুভ নববর্ষ, ১৪২৯। নববর্ষে শুভ আনন্দে জাগো। সকলকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সুস্থ থাকুন, ভাল থাকুন, আগামী দিনগুলি খুব আনন্দে কাটুক।
উল্লেখ্য, আজ ১৪২৮ সালকে বিদায় জানিয়ে ১৪২৯ সালের পথে হাঁটছে বাংলা। আজ পয়লা বৈশাখ। করোনাভাইরাসের জেরে গত দু’বছর বাংলার নতুন বছরের প্রথম দিনটি ভালভাবে পালন করতে পারেননি কেউ। তাই আজ বাংলাজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সংগঠন, ক্লাবের উদ্যোগে বাংলার নতুন বছরের প্রথম দিনে নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে।