জিডি বিড়লা স্কুলে চার বছর বয়সী ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ২ অভিযুক্ত শিক্ষককে দোষী সাব্যস্ত করল আলিপুর আদালত। অভিষেক রায় ও মহম্মদ মফিজুল নামে শারীরশিক্ষার ২ শিক্ষককে বুধবার দোষী সাব্যস্ত করেছেন বিচারক। আগামী শুক্রবার এই মামলায় সাজা ঘোষণা করবে আদালত।
২০১৭ সালের ৩০ নভেম্বর কলকাতার রানিকুঠির জিডি বিড়লা স্কুলে ধর্ষণের শিকার হয় ৪ বছর বয়সী এক ছাত্রী। অভিযোগ অভিষেক রায় ও মহম্মদ মফিজুল নামে ২ শারীরশিক্ষার শিক্ষক শিশুটিকে চকোলেটের লোভ দেখিয়ে শৌচাগারে নিয়ে যায় তারা। শিশুটির বাবা জানান, এর পর শিশুটিকে পর্ন ছবি দেখানো হয়। খুলে ফেলা হয় শিশুর অন্তর্বাস। এর পর শিশুর যোনিতে আঙুল ঢোকান এক শিক্ষক। যার জেরে রক্তক্ষরণ শুরু হয়।
এই ঘটনার পর স্কুলে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। তদন্তে নেমে ২ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনায় প্রায় সাড়ে ৫ বছর পরে রায়দান করল আলিপুর আদালত। দোষী সাব্যস্ত হল ২ অভিযুক্ত।
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার। দোষীদের সর্বোচ্চ সাজা দাবি করেছেন তাঁরা। সেক্ষেত্রে তাদের ন্যূনতম ২০ বছরের কারাদণ্ডের সাজা হতে পারে বলে মত আইনজ্ঞদের।