বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কষ্টের গল্প শুনিয়ে জমি বিক্রির নামে প্রতারণা 'মহিলা'-র, হাতনাতে যুবককে ধরল পুলিশ

কষ্টের গল্প শুনিয়ে জমি বিক্রির নামে প্রতারণা 'মহিলা'-র, হাতনাতে যুবককে ধরল পুলিশ

ধৃত যুবক। প্রতীকী ছবি (প্রতীকী ছবি)

ওই প্রতারক অন্য ব্যক্তিদের সঙ্গেও প্রতারণা করেছিল। সল্টলেক এবং অন্যান্য জায়গায় ফাঁকা জমি দেখিয়ে নিজেকে সেগুলির মালিক বলে সে পরিচয় দিয়েছিল। অভিযোগ পেয়ে বিধাননগর পূর্ব থানার পুলিশ সম্পত্তির ক্রেতা সেজে ওই যুবকের সঙ্গে যোগাযোগ করে। এরপর সে মহিলা সেজে জমি বিক্রির বিষয়ে আলোচনার জন্য আসে। 

মহিলা সেজে কখনও অনলাইনে, কখনও আবার অফলাইনে প্রতারণা চালাত যুবক। মূলত জমি বিক্রির নাম করে বহু মানুষের সঙ্গে প্রতারণা করত ওই যুবক। শেষমেষ ক্রেতা সেজে ওই যুবককে হাতেনাতে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি বিধাননগর পূর্ব থানার। ধৃত যুবকের নাম অনিন্দ্য চক্রবর্তী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক যাদবপুরের বাসিন্দা। মহিলা সেজে মানুষের কাছে জমি বিক্রির নামে প্রতারণা করত ওই যুবক। গত ২৮ মে বিধাননগর পূর্ব থানায় একটি প্রতারণার অভিযোগ জানিয়েছিলেন বারাসাতের বাসিন্দা বিকাশচন্দ্র মণ্ডল। তিনি অভিযোগ করেছিলেন, মধ্যমগ্রামে একটি জমি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। যোগাযোগের জন্য সেখানে নম্বরও দেওয়া হয়েছিল। সেই নম্বরে ফোন করে এক ‘মহিলার’ সঙ্গে যোগাযোগ করেছিলেন বিকাশ। সেইমতো ওই যুবক জমির দাম বিকাশকে জানায়। কিন্তু তিনি বিকাশকে জমি দেখানোর পরিবর্তে তাঁকে একটি দুঃখের গল্প শোনায়। যা শুনে সমব্যথী হয়ে তাকে অগ্রিম টাকা দিয়েছিলেন বিকাশ।

বিধাননগর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘প্রতারক নিজেকে মহিলা হিসাবে নিজেকে পরিচয় দিয়ে গ্রাহকদের সংগ্রামের কথা বলত এবং একেবারে সস্তায় সম্পত্তি বিক্রির প্রস্তাব দিত। এমনকী বিকাশকে জমি দেখায়নি। কিন্তু একটি দুঃখজনক গল্প বলায় বিকাশ তাকে অগ্রিম টাকা দিয়ে দেন।’

শুধু তাই নয়, ওই প্রতারক অন্য ব্যক্তিদের সঙ্গেও প্রতারণা করেছিল। সল্টলেক এবং অন্যান্য জায়গায় ফাঁকা জমি দেখিয়ে নিজেকে সেগুলির মালিক বলে সে পরিচয় দিয়েছিল। অভিযোগ পেয়ে বিধাননগর পূর্ব থানার পুলিশ সম্পত্তির ক্রেতা সেজে ওই যুবকের সঙ্গে যোগাযোগ করে। এরপর সে মহিলা সেজে জমি বিক্রির বিষয়ে আলোচনার জন্য আসে। তখনই তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর পুলিশ বুঝতে পারে প্রতারক আসলে একজন পুরুষ। বৃহস্পতিবার তাকে সল্টলেকের আদালতে পেশ করা হলে তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন