সল্টলেকে আবারও ভুয়ো কল সেন্টারের হদিশ পেল পুলিশ। বিদেশি নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। এই ঘটনায় ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে ১৪ জন হলেন মহিলা। সল্টলেকের সেক্টর ফাইভের এরগো টাওয়ারের ১৮ তলায় হানা দিয়ে তাদেরকে গ্রেফতারের পাশাপাশি বেশ কিছু ইলেকট্রনিক্স সরঞ্জাম উদ্ধার করেছে বিধাননগর সাইবার পুলিশ।
জানা গিয়েছে, মূলত জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে প্রতারণা করত ধৃতেরা। কম্পিউটারে সুপ্রিমো নামে একটি সফটওয়্যার দিয়ে একসেস নিত এই প্রতারকরা। এরপরই সেই ভুয়ো কল সেন্টার থেকে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে অভিযুক্তরা ফোন করত জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের। পুলিশ সূত্র বলছে, প্রতারকরা নিজেদের মাইক্রোসফট সংস্থার কর্মী হিসাবে পরিচয় দিয়ে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিত। এরপর তাতে আগ্রহী দেখলেই প্রতারকরা তাদের জানতো, টেকনিক্যাল সাপোর্ট নিতে গেলে ওয়েস্টার্ন ইউনিয়ন নামের একটি অনলাইন মানি ট্রান্সফার অ্যাপের ওয়ালেটে রিচার্জ করতে হবে। এরপর সেই ওয়ালেট বিদেশি নাগরিকরা নিজেদের ডেবিট বা ক্রেডিট কার্ডের নম্বর দিয়ে রিচার্জ করলেই প্রতারকরা সমস্ত তথ্য পেয়ে যেত। এরপর সেই টাকা হাতিয়ে নিতে প্রতারকরা। জানা গিয়েছে, অভিযুক্তরা সুইফ্ট ট্রান্সফার নামের একটি সফটওয়্যার ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্ট ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করত।
গোপন সূত্রে এই খবর জানতে পারে পুলিশ। এরপর সেখানে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ৫৬টি কম্পিউটার, ১০টি হার্ড ডিস্ক ছাড়াও ১টি ল্যাপটপ, ২৪টি স্মার্ট ফোন, ২টি রাউটার এবং একাধিক নথি উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হলে তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই ঘটনায় আরও কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।