বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > হরিদেবপুরে অটো বোঝাই বোমা ও আগ্নেয়াস্ত্র, সিসিটিভির ফুটেজ দেখে গ্রেফতার ৪

হরিদেবপুরে অটো বোঝাই বোমা ও আগ্নেয়াস্ত্র, সিসিটিভির ফুটেজ দেখে গ্রেফতার ৪

হরিদেবপুরে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৪। প্রতীকী ছবি।

হরিদেবপুরের পঞ্চাননতলা রোডের ৪১ পল্লী ক্লাবের ঠিক উল্টোদিকে একটি গ্যারেজের মধ্যে ওই অটো রাখা ছিল। মিলনী ক্লাবের পক্ষ থেকে ওই গ্যারেজ ভাড়া দেওয়া হয়েছিল একটি ঋণ আদায় কারী সংস্থাকে।

সিন্ডিকেট দ্বন্দ্বে বেহালায় গুলি এবং প্রমোটিং বিবাদে বাঁশদ্রোণিতে শুট আউটের পরেই গত শুক্রবার রাতে হরিদেবপুর থেকে অটো ভর্তি বোমা এবং কার্তুজ উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনায় তদন্ত নেমে চারজনকে গ্রেফতার করল হরিদেবপুর থানার পুলিশ। এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিদেবপুরের পঞ্চাননতলা রোডের ৪১ পল্লী ক্লাবের ঠিক উল্টোদিকে একটি গ্যারেজের মধ্যে ওই অটো রাখা ছিল। মিলনী ক্লাবের পক্ষ থেকে ওই গ্যারেজ ভাড়া দেওয়া হয়েছিল একটি ঋণ আদায় কারী সংস্থাকে। ২০ দিন আগে ওই অটোটিকে গ্যারেজে এনে রাখা হয়। সেই অটোর মধ্যে থেকে উদ্ধার হয় ১৯ টি তাজা বোমা এবং একটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্টুজ। অটোটি যেহেতু গ্যারেজের মধ্যেই ছিল তাই বাইরে থেকে কেউ ওই অটোতে বোমা এবং আগ্নেয়াস্ত্র রেখেছিল বলে অনুমান ছিল পুলিশের। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ৫ দিন আগে ওই অটোতে বোমা এবং আগ্নেয়াস্ত্র রাখা হয়েছিল।

এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, গত ১৮ এপ্রিল ভোরে বাইকে করে দুই যুবক সেখানে যায়। তাদের সঙ্গে একটি ব্যাগ লক্ষ্য করা যায়। এরপর তারা সেই ব্যাগ নিয়ে অটোর দিকে এগোতে থাকে। পুলিশের অনুমান ছিল, তারাই অটোর মধ্যে আগ্নেয়াস্ত্র জমা রেখেছিল। এরপর তদন্তে নেমে তাদের শনাক্ত করে গ্রেফতার করে পুলিশ। প্রথমে ওই দুজনকে আটক করা হয় পরে তাদের জিজ্ঞাসাবাদ করে আরও দু'জনকে আটক ও পরে গ্রেফতার করা হয়। আজ তাদের আদালতে তোলার কথা রয়েছে। তাদের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে। পুলিশের অনুমান, এই ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারে। কোথা থেকে এই সমস্ত বোমা ও আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল? তা কোথায় সরবরাহ করার কথা ছিল তা সবই জানার চেষ্টা করছে পুলিশ।

বন্ধ করুন