বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata: সিইএসসি আধিকারিক পরিচয় দিয়ে ৮ লক্ষ টাকা প্রতারণা খাস কলকাতায়, গ্রেফতার ৫

Kolkata: সিইএসসি আধিকারিক পরিচয় দিয়ে ৮ লক্ষ টাকা প্রতারণা খাস কলকাতায়, গ্রেফতার ৫

অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেফতার ৫। প্রতীকী ছবি

পর্ণশ্রীর বাসিন্দা সন্তেশ্বর বর্মন গত ১০ অক্টোবর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ, সিইএসসি আধিকারিক পরিচয় দিয়ে একজন তাঁকে ফোন করেছিলেন। ফোনে তাঁকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। সেই অ্যাপের মাধ্যমে বিদ্যুতের বিল জমা দেওয়ার কথা জানান ওই সিএসসি আধিকারিক।

অনলাইনে প্রতারণা বাড়ছে। প্রতিনিয়ত নিত্যনতুন পন্থা অবলম্বন করে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে দুষ্কৃতীরা। এবার অভিনব পদ্ধতিতে অনলাইন প্রতারণার শিকার হলেন কলকাতার এক প্রৌঢ়। সিইএসসি আধিকারিক পরিচয় দিয়ে তাঁর কাছ থেকে প্রায় ৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাটি পর্ণশ্রী থানায় এলাকার। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। ধৃতদের সঙ্গে জামতারা জামতারা সদস্যদের যোগ রয়েছে বলে মনে করছে পুলিশ।

জানা গিয়েছে পর্ণশ্রীর বাসিন্দা সন্তেশ্বর বর্মন গত ১০ অক্টোবর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ, সিইএসসি আধিকারিক পরিচয় দিয়ে একজন তাঁকে ফোন করেছিলেন। ফোনে তাঁকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। সেই অ্যাপের মাধ্যমে বিদ্যুতের বিল জমা দেওয়ার কথা জানান ওই সিএসসি আধিকারিক। তাঁকে জানানো হয়, ওই অ্যাপের মাধ্যমে বিল জমা না দিলে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে। সেই মতোই প্রতারকদের ফাঁদে পা দিয়ে তিনি অ্যাপ ডাউনলোড করেন এবং সেই অ্যাপের মাধ্যমে বিল জমা দিতে গিয়ে ঘটে বিপত্তি। তিনি দেখেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৭ লক্ষ ৮৮ হাজার কেটে নেওয়া হয়েছে। এরপর প্রতারিত হয়েছেন বুঝতে পেরে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

এই ঘটনায় পুলিশ সাজাউদ্দিন নামে এক যুবককে প্রথমে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে বিভিন্ন জায়গা থেকে সিম কার্ড কিনে নিয়ে গিয়ে সদস্যদের কাছে পৌঁছে দিত সাজাউদ্দিন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ পূর্ব মেদিনীপুর থেকে আরও তিনজনকে গ্রেফতার করে। এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ১০টি সিম কার্ড এবং ১১ টি ডেবিট কার্ড উদ্ধার হয়েছে। এই ঘটনায় আরও কারা কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।

বাংলার মুখ খবর

Latest News

আরজি কর কাণ্ডে আরও অস্বস্তিতে শাসকদল, তৃণমূল বিধায়ককে তলব কেন্দ্রীয় সংস্থার পয়েন্ট নষ্টের খেসারত! ACL2-তে কত নম্বরে থাকল মোহনবাগান? রইল পুরো পয়েন্ট তালিকা পিতৃপক্ষে পিতৃ পুরুষদের শ্রাদ্ধ কোন সময়ে করা উচিত? জেনে নিন শ্রাদ্ধের সময় বিধি ৫ ওভারেই শিকার রোহিত-গিল-কোহলি, কে এই হাসান মাদমুদ?চিনুন বাংলাদেশের তরুণ পেসারকে আদেশের মৃত্যুর পর পাল্টে গেছেন শাহরুখ! কিংয়ের নামে বিস্ফোরক অভিযোগ বিজয়েতার দেরি করায় ডেলিভারি বয়কে তিরস্কার, তামিলনাড়ুতে অপমানে আত্মঘাতী তরুণ খাওয়ার সময় কাঁচা লঙ্কা না পেয়ে সহকর্মীদের একের পর এক গুলি, নিহত ২ CAF জওয়ান চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে আটকে গেল ম্যান সিটি, জয় পেল পিএসজি 'ওসি-র ওপর কলকাঠি নেড়ে থাকতে পারেন প্রভাবশালীরা', আরজি কর কাণ্ডে নয়া মোড় কালীঘাটে পুজো দিয়ে সপরিবারে বাড়ি ফেরার পথে তৃণমূল নেতার সঙ্গে ঘটল ভয়ঙ্কর ঘটনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.