বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Sextortion racket: কল সেন্টারের আড়ালে চলছিল সেক্সটর্শন চক্র, পর্দাফাঁস করল পুলিশ, রাজারহাটে গ্রেফতার ৫

Sextortion racket: কল সেন্টারের আড়ালে চলছিল সেক্সটর্শন চক্র, পর্দাফাঁস করল পুলিশ, রাজারহাটে গ্রেফতার ৫

কল সেন্টারের আড়ালে চলছিল সেক্সটর্শন চক্র, পর্দাফাঁস করল পুলিশ, গ্রেফতার ৫

এই চক্রের ধৃতদের নাম হল- দেগঙ্গার বাসিন্দা ইমরান তরফদার (৪১)। জগাছার বাসিন্দা মিঠু পাল (৩৫), নাগেরবাজারের বাসিন্দা জয়শ্রী সাধুখাঁ (১৯), নরেন্দ্রপুরের মমতা সিং (২৩) এবং উত্তর ২৪ পরগণার কামারহাটির বাসিন্দা লক্ষ্মী শাহ (৩৫)।

গত সপ্তাহে রাজারহাটে একটি মধুচক্রের পর্দা ফাঁস করেছিল পুলিশ। আর এবার সেই রাজারহাটেই মিলল সেক্সটর্শন চক্রের সন্ধান। কল সেন্টারের আড়ালে দীর্ঘদিন ধরে রাজারহাটের থানা এলাকায় এই সেক্সটর্শন চক্রটি চালানো হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। এরপরেই সেখান থেকে গ্রেফতার করা হয় পাঁচজনকে। ধৃতদের মধ্যে একজন পুরুষ এবং বাকি চারজন হল মহিলা। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে সিম বক্স এবং ওয়াকি টকি ও অন্যান্য সরঞ্জাম ও তথ্য উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ‘‌আমাকে কি পেতে চাও?‌’‌ ভেসে উঠল ভিডিয়ো কলে নগ্ন ছবি, প্রতারণা চক্র ফাঁস পুলিশের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চক্রের ধৃতদের নাম হল- দেগঙ্গার বাসিন্দা ইমরান তরফদার (৪১)। জগাছার বাসিন্দা মিঠু পাল (৩৫), নাগেরবাজারের বাসিন্দা জয়শ্রী সাধুখাঁ (১৯), নরেন্দ্রপুরের মমতা সিং (২৩) এবং উত্তর ২৪ পরগণার কামারহাটির বাসিন্দা লক্ষ্মী শাহ (৩৫)। পুলিশ গোপন সূত্রে জানতে পেরেছিল, সেখানে কল সেন্টারের আড়ালে অসামাজিক কাজ করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই ওই কল সেন্টারে হানা দেন বিধাননগর পুলিশ কমিশনারেটের আওতাধীন রাজারহাট থানার তদন্তকারীরা। 

কীভাবে কাজ করত এই চক্র?

পুলিশ জানিয়েছে, এই চক্রের বিরুদ্ধে মূল অভিযোগ হল নির্দিষ্ট কাউকে প্রথমে ভিডিয়ো কল করত তারা । এরপর কথোপকথন চলাকালীন স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে সেই কল রেকর্ড করত। তারপর সেই রেকর্ডিং ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করত। লোকলজ্জার ভয়ে অনেকেই তাদের টাকা দিয়েও দিতেন। তবে এভাবেই টাকা খোয়া যাওয়ায় সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছিলেন এক ব্যক্তি। এই অভিযোগের তদন্তে নেমে পুলিশ এই চক্রের পর্দা ফাঁস করে।সাইবার-অপরাধের দুনিয়ায় তাকে বলা হয়  সেক্স টর্শন। বলা বাহুল্য, লজ্জার বশবর্তী হয়ে এবং সামাজিক কলঙ্কের ভয়ে অনেকেই চুপচাপ টাকার দাবি মিটিয়ে দিতেন। ফলে রমরমিয়ে তাদের করবার। তবে শেষ পর্যন্ত পুলিশে তৎপরতায় এই চক্রের পর্দা ফাঁস হল। 

ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৩২টি মোবাইল ফোন, ২৫২টি সিম কার্ড, একটি ক্যামেরা স্ট্যান্ড, বিভিন্ন ব্যাঙ্কের ৪৭টি ডেবিট কার্ড, ১৭টি পাসবই, ৩২টি সিম বক্স ও ১৭টি ওয়াকি-টকি। এই চক্রের সঙ্গে আরও অনেকেই জড়িত বলে মনে করছে পুলিশ। বাকি সদস্যদের খোঁজ চলছে। 

বাংলার মুখ খবর

Latest News

নিম্নচাপের ভ্রূকূটির মধ্যে শনিতে ৫ জেলায় সতর্কতা, রবিতে ৬-তে, বৃষ্টি বাড়বে কবে? আরজি করের আবেগকে অস্ত্র করে ছবির প্রচারের অভিযোগ কুণালের, বদলালো টেক্কার পোস্টার ‘গতি ভালো লাগে আমার,’ বন্দে ভারতে একমাত্র নারী মোটরম্যান ঋত্বিকা ভোটের পরেও নিজ জেলায় ফেরানো হয়নি পুলিশ কর্মীদের, ভবানী ভবনে ভিড় পরিবারের দেহের সামনে মাথা ঝুঁকিয়ে শ্রদ্ধা চিকিৎসকদের, সত্যিই কি তিনি সীতারাম ইয়েচুরি? ধরনায় ইতি টেনে স্বাস্থ্য়ভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মিছিল নয়ডায় বিমানকর্মী খুনে পুলিশের জালে ‘লেডি ডন’, মাথার দাম ঘোষণা ছিল ২৫,০০০ RG Kar- কাণ্ডে প্রতিবাদ অব্যাহত! মশাল নিয়ে রাজপথে নাগরিক সমাজ নমাজ সবে শুরু হবে, আচমকাই মারপিট ঢাকার জাতীয় মসজিদে, সামলাতে নামল সেনা 'হাতেগোনা কয়েকটা লোকই আছে যাদের নাম মিটুতে আসবে না…', আবিরকে ক্লিনচিট ঋতাভরীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.