বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata: অবৈধভাবে ভারতে রয়েছেন ২ বছর, কলকাতা থেকে গ্রেফতার থাইল্যান্ডের নাগরিক

Kolkata: অবৈধভাবে ভারতে রয়েছেন ২ বছর, কলকাতা থেকে গ্রেফতার থাইল্যান্ডের নাগরিক

গ্রেফতার থাইল্যান্ডের নাগরিক। প্রতীকী ছবি

তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ২০১৯ সাল থেকে তিনি ভারতেই রয়েছেন। তার ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। পাসপোর্টের স্ট্যাম্প দেখে সন্দেহ হচ্ছে পুলিশের। পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ ভিসা ছাড়াও তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ট্যাব, মোবাইল ফোন এবং নগদ ১৬৭০ টাকা।

অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে থাইল্যান্ডের এক নাগরিককে গ্রেফতার করল পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে মেয়াদ উত্তীর্ণ ভিসা, পাসপোর্ট সহ অন্যান্য নথি। ধৃতের নাম অজয় প্রতাপ সিংহ। জানা গিয়েছে, কলকাতার একটি হোটেলে তিনি ছিলেন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই হোটেলে তল্লাশি চালিয়ে থাইল্যান্ডের ওই নাগরিককে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি পেশায় চিকিৎসক। ওই ব্যক্তির আদি বাড়ি লখনৌয়ে। তবে তিনি ব্যাংককে জন্মগ্রহণ করেন। সেই সূত্রে তিনি থাইল্যান্ডের নাগরিক। পাকাপাকিভাবে তিনি ব্যাংককে বসবাস করেন। সেখানে তার পরিবার রয়েছে জানা গিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ২০১৯ সাল থেকে তিনি ভারতেই রয়েছেন। তার ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। পাসপোর্টের স্ট্যাম্প দেখে সন্দেহ হচ্ছে পুলিশের। পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ ভিসা ছাড়াও তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ট্যাব, মোবাইল ফোন এবং নগদ ১৬৭০ টাকা।

ধৃতকে আজ আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। সত্যি সত্যিই তিনি চিকিৎসক নাকি তার ভারতে থাকার পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। উল্লেখ্য, সামনে রয়েছে স্বাধীনতা দিবস। প্রতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। সেই সূত্রেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। সেই সূত্রেই ওই থাইল্যান্ডের নাগরিককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

বন্ধ করুন