বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Tiljala kidnapping case: ১২ বছর আগেকার অপহরণ মামলায় বীমা কোম্পানির এজেন্ট সেজে অভিযুক্তকে ধরল পুলিশ

Tiljala kidnapping case: ১২ বছর আগেকার অপহরণ মামলায় বীমা কোম্পানির এজেন্ট সেজে অভিযুক্তকে ধরল পুলিশ

অবরণের অভিযোগে গ্রেফতার যুবক। প্রতীকী ছবি

২০১০ সালে রাজুর বিরুদ্ধে একটি অপহরণের মামলা রুজু হয়েছিল। তৎকালীন বেঙ্গল পুলিশের অন্তর্গত রিজেন্ট পার্ক থানায় তার বিরুদ্ধে এই অপহরণের মামলা দায়ের করেছিল একটি পরিবার। তারপর থেকেই পলাতক ছিল রাজু। তদন্তে পুলিশ জানতে পারে রাজু তিলজলার বাসিন্দা। রাজুর খোঁজে একাধিবার তার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

১২ বছর আগেকার একটি অপহরণ মামলায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রাজু চৌধুরী। তাকে গ্রেফতারের জন্য একটি বীমা কোম্পানির এজেন্ট সেজে একাধিকবার তার তিলজলার বাড়িতে যায় পুলিশ। অবশেষে তাকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালে রাজুর বিরুদ্ধে একটি অপহরণের মামলা রুজু হয়েছিল। তৎকালীন বেঙ্গল পুলিশের অন্তর্গত রিজেন্ট পার্ক থানায় তার বিরুদ্ধে এই অপহরণের মামলা দায়ের করেছিল একটি পরিবার। তারপর থেকেই পলাতক ছিল রাজু। তদন্তে পুলিশ জানতে পারে রাজু তিলজলার বাসিন্দা। তার খোঁজে একাধিবার তার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। কিন্তু, প্রতিবারই ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে। এরই মধ্যে তদন্তকারীরা জানতে পারেন একটি বীমা কোম্পানিতে ৫ লক্ষ পলিসি করেছিল রাজু। সেইসূত্র ধরেই বীমা কোম্পানির এজেন্ট সেজে রাজুকে গ্রেফতারের জন্য তার বাড়িতে যান দুই পুলিশ কর্মীর একটি ফল।

পুলিশ জানায়, রাজুর ৫ লক্ষ টাকার পূর্ণ হয়েছে এই লোভ দেখিয়ে পরিবারের সদস্যদের জানানো হয়, এর জন্য কেওয়াইসি যাচাই করা প্রয়োজন রয়েছে। শেষমেশ আর্থিক লাভের আশায় অভিযুক্ত পুলিশের ফাঁদে পা দেয় এবং পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সাব-ইন্সপেক্টর কৃষ্ণ দে’র নেতৃত্বে একটি দল গঠন করা হয়। ওই দল জানতে পেরেছিল যে রাজু এলাকায় একটি যৌথ পরিবারে থাকে। তবে তাকে খুব কমই বাড়িতে পাওয়া যেত। কারণ গ্রেফতারের ভয়ে সে পালিয়ে বেড়াত। তাই পুলিশকে বেশ কয়েকবার তার বাড়িতে যেতে হয়েছিল। অভিযুক্তকে আদালতে হাজির করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

বন্ধ করুন