বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Motirul Islam Murder: নদিয়ার তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও দুই, দমদম থেকে পাকড়াও করল পুলিশ

Motirul Islam Murder: নদিয়ার তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও দুই, দমদম থেকে পাকড়াও করল পুলিশ

নিহত তৃণমূল কংগ্রেস নেতা মতিরুল

পথেই বোমা–গুলি মেরে খুন করা হয় মতিরুল ইসলামকে। তিনি নদিয়ার করিমপুর ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সংঘ্যালঘু সেলের নেতা ছিলেন। তাঁর স্ত্রী নারায়নপুর ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান। আমতলা মিশনে পড়ে তাঁদের ছেলে। তাঁর কাছেই মুর্শিদাবাদে সেদিন গিয়েছিলেন মতিরুল। 

নদিয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম হত্যাকাণ্ডে আর দু’‌জনকে গ্রেফতার করল পুলিশ। আজ, রবিবার এই দু’‌জনকে দমদম থেকে গ্রেফতার করা হল। নদিয়ায় এই খুনের ঘটনায় তারা জড়িত থাকায় দমদম এলাকায় এসে গা–ঢাকা দেয়। এমনকী ছদ্মবেশ ধরে ছিল তারা। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। এবার এই দু’‌জনকে গ্রেফতার করল মুর্শিদাবাদ পুলিশ। আজ, রবিবার তাদের আদালতে তোলা হবে।

বিষয়টি ঠিক কী ঘটেছিল?‌ স্থানীয় সূত্রে খবর, গত ২৪ নভেম্বর নওদা থানার টিয়াকাটা ফেরিঘাট এলাকা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। তখন পথেই বোমা–গুলি মেরে খুন করা হয় মতিরুল ইসলামকে। তিনি নদিয়ার করিমপুর ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সংঘ্যালঘু সেলের নেতা ছিলেন। তাঁর স্ত্রী নারায়নপুর ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান। আমতলা মিশনে পড়ে তাঁদের ছেলে। তাঁর কাছেই মুর্শিদাবাদে সেদিন গিয়েছিলেন মতিরুল। সন্ধ্যেবেলায় বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন ওই তৃণমূল কংগ্রেস নেতা।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, মতিরুলের স্ত্রী রিনা বিশ্বাস নওদা থানায় ১০ জন অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তদন্তে নেমে নওদা থানার পুলিশ সাতজনকে গ্রেফতার করেছিল। ধৃতরা হল— ইস্রাফিল মণ্ডল, এলেম বক্স, কিতাব মণ্ডল, আসান শেখ, জাকির শেখ, রবিউল শেখ এবং মনিরুল শেখ। এবার রাজকুমার কবিরাজ এবং পিংকু মণ্ডল নামে দুই অভিযুক্তকে কলকাতার দমদম থেকে গ্রেফতার করা হল।

আর কী জানা যাচ্ছে?‌ এই খুনের ঘটনার পর দু’টি স্বয়ংক্রিয় পিস্তল, একটি মোটরবাইক এবং নিহত মতিরুলের সোনার আংটি উদ্ধার হয়েছিল। এমনকী বোমা উদ্ধারও হয়েছিল। এই ঘটনা নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল বলেন, ‘‌নদিয়ার তৃণমূল কংগ্রেস নেতা মতিরুল ইসলাম খুনের অভিযোগে এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করা হল। তার মধ্যে মুর্শিদাবাদ জেলার দু’জন এবং নদিয়ার সাতজন রয়েছে।’‌ রাজকুমার কবিরাজ এবং পিংকু মণ্ডলের নাম অভিযোগের তালিকায় ছিল।

বাংলার মুখ খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.