বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বিমানবন্দরে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, নিউ টাউন থেকে গ্রেফতার ১

বিমানবন্দরে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, নিউ টাউন থেকে গ্রেফতার ১

প্রতীকি ছবি

সেই বিজ্ঞাপনে প্রলোভিত হয়ে অনেকেই যোগাযোগ করেন তাঁর সঙ্গে। এর পর যুবকদের কাছ থেকে মোটা টাকা আদায় করে ওই প্রতারক।

ফেসবুকে চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক যুবক। শনিবার কলকাতা লাগোয়া নিউ টাউনের আকাঙ্খা মোড় থেকে যুবককে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা। ধৃতের নাম কুণাল সাহা বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।

ইকো পার্ক থানা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তাদের কাছে কুণাল সাহা নামে ওই যুবকের নামে অভিযোগ জমা পড়ে। অভিযোগে পূর্ব বর্ধমানের বাসিন্দা এক যুবক জানান, নিজেকে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিক পরিচয় দিয়ে ফেসবুকে চাকরির বিজ্ঞাপন দিয়েছিলেন কুণাল। সেই বিজ্ঞাপনে প্রলোভিত হয়ে অনেকেই যোগাযোগ করেন তাঁর সঙ্গে। এর পর যুবকদের কাছ থেকে মোটা টাকা আদায় করে ওই প্রতারক। কিন্তু দীর্ঘ সময় কাটলেও চাকরি পাননি কেউ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাধিক যুবকের কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা নিয়েছিলেন কুণাল। শনিবার ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের হতেই পুলিশ পদক্ষেপ করে। আকাঙ্খা মোড়ের কাছে আবাসন থেকে গ্রেফতার করে তাঁকে। রবিবার ধৃতকে বারাসত আদালতে পেশ করে হেফাজতে নেন তদন্তকারীরা।

 

বন্ধ করুন