গত রবিবার লেভেল ক্রসিংয়ের উপর গাড়ি উঠে পড়েছিল। তার মধ্যে গেট বন্ধ হয়ে যায়। আর সেই গাড়িকে এসে ধাক্কা দেয় হাজারদুয়ারি এক্সপ্রেস। বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু অল্পের জন্য রক্ষা মেলে। এদিকে এই ঘটনার পরেই রেলের তরফে বলা হয়েছিল ওই গাড়ি চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গাড়ি চালকদের বিরুদ্ধে এফআইআর করা হবে বলেও জানিয়েছিল রেল কর্তৃপক্ষ। রাজ্য পুলিশের সঙ্গে কথা বলা হবে বলেও জানিয়েছিল রেল।
আর এবার সেই ঘটনায় অভিযুক্ত গাড়ি চালককে গ্রেফতার করল পুলিশ। ধৃত চালকের নাম অমল সরকার।
এদিকে রেলের দাবি, দুই চালক কার্যত তাড়াহুড়ো করে লেভেল ক্রসিংয়ে ঢুকে পড়েছিলেন গাড়ি নিয়ে। তার জেরেই ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে গাড়ির।
রেলকর্তৃপক্ষ জানিয়েছে, একটি গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। অপর গাড়ির চালককে চিহ্নিত করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দমদমের সাংসদ সৌগত রায় জানিয়েছেন, রেলের সিস্টেম কাজ করছে না। রেলকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। রেল নিয়ে লোকসভায় সরব হওয়ার আশ্বাসও তিনি দিয়েছেন।
তবে বাসিন্দাদের একাংশের দাবি খড়দায় ওই দুর্ঘটনায় গেটম্যানের ভূমিকা খতিয়ে দেখা দরকার। কারণ তিনি রেললাইনের উপর গাড়ি উঠে পড়েছে এটা জেনে কেন সতর্কতামূলক ব্যবস্থা নিলেন না? গাড়ি চালকরা রবিবার দুর্ঘটনার দিনই জানিয়েছিলেন গেট ফেলার পরেও পালিয়ে গিয়েছিলেন গেটম্যান। তবে সেদিন পরিস্থিতি বেগতিক বুঝে আগেই গাড়ি থেকে নেমে এসেছিলেন গাড়ি চালক। তার জেরে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি।
ঠিক কী হয়েছিল রবিবার? কী বলা হয়েছিল রেলের তরফে?
'প্রায় ৮টা ৪০ মিনিট নাগাদ ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস খড়দার দিকে এগোচ্ছিল। ৯ নম্বর লেভেল ক্রসিংয়ের গেটম্যান লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করছিলেন, সেই সময় একটি টাটা সুমো জোর করে লেভেল ক্রসিংয়ে ঢুকে পড়ে ও হাজার দুয়ারি এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে। রেললাইনে টাটা সুমো দাঁড় করিয়ে পালিয়ে যান গাড়ি চালক। '
'তবে কেউ হতাহত হননি ঘটনায়। লেভেল ক্রসিংয়ে জোর করে প্রবেশের জন্য রেল এফআইআর দায়ের করবে। ডাউন হাজারদুয়ারি রাত ৯টা ২০ মিনিটে খড়দা ছে়ড়ে গিয়েছে। পূর্ব রেলের তরফে সকলকে অনুরোধ করা হচ্ছে যাতে লেভেল ক্রসিংয়ের সময় তারা প্রয়োজনীয় নিয়ম মেনে চলেন। জোর করে লেভেল ক্রশিংয়ে ঢুকে পড়লে তা ভয়াবহ হতে পারে।' জানিয়েছে রেল।