বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Patuli Incident: টাকা চুরি করে সার্কাস কর্মীর ছদ্মবেশে গা–ঢাকা, দর্শক সেজে গ্রেফতার করল পুলিশ

Patuli Incident: টাকা চুরি করে সার্কাস কর্মীর ছদ্মবেশে গা–ঢাকা, দর্শক সেজে গ্রেফতার করল পুলিশ

পাটুলি থেকে গ্রেফতার করা হয় চোরকে।

নির্দিষ্ট অভিযোগের ভিত্তেতে বিহারে যায় পুলিশ। সেখানে গিয়ে জানতে পারে, বাড়িতে একসপ্তাহের জন‌্য এসে বেশ কিছু টাকা খরচ করেছিল নৌসাদ। তার পর সেখান থেকে চলে গিয়েছে সে। তদন্তে নেমে পুলিশ অফিসাররা গোপন সূত্রে জানতে পারেন, নৌসাদ আবার কলকাতায় ফিরে এসেছে।

মালিকের প্রায় ৫ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছিল চোর ভৃত্য। আর তাকে যাতে ধরা না যায় তার জন্য সার্কাসের কর্মীর ছদ্মবেশ ধরেছিল। এভাবেই গা–ঢাকা দিয়েছিল সে। এমনকী কলকাতা থেকে বিহারে পালিয়ে গিয়েছিল। তবে আবার দক্ষিণ কলকাতার পাটুলিতে এসে সার্কাসে কাজ নেয় সে। ভেবেছিল সব থিতিয়ে গিয়েছে। কিন্তু মালিক থানায় অভিযোগ দায়ের করে রেখেছিল। পুলিশ তদন্ত করতে শুরু করলে বিহার থেকে গোপন সূত্রে খবর আসে। সেই খবরের উপর ভিত্তি করে দর্শক সেজে কলকাতার চারটি সার্কাসে হানা দেয় বড়বাজার থানার পুলিশ। তখনই শনাক্ত করা হয় চোরকে। এমনকী নারকেলডাঙার একটি বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয় ১ লাখ টাকা। আর পাটুলি থেকে গ্রেফতার করা হয় চোরকে।

ঠিক কী তথ্য পেয়েছে পুলিশ?‌ পুলিশ সূত্রে খবর, সার্কাস কর্মীর ছদ্মবেশ নিলেও শেষ রক্ষা হয়নি। গ্রেফতার হওয়া যুবকের নাম মহম্মদ নৌসাদ। গত কুড়ি বছর ধরে কাজ করছিল বড়বাজারের একটি দোকানে। তবে ২০২২ সালের মে মাসে নৌসাদকে তার গদির মালিক ৪ লাখ ৮০ হাজার টাকা ব‌্যাঙ্কে জমা দিতে দেন। কিন্তু সে ব‌্যাঙ্কে টাকা জমা না দিয়ে সেই টাকা নিয়ে চম্পট দেয়। এই নিয়ে বড়বাজার থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে।

কেমন করে ধরা পড়ল চোর?‌ নির্দিষ্ট অভিযোগের ভিত্তেতে বিহারে যায় পুলিশ। সেখানে গিয়ে জানতে পারে, বাড়িতে একসপ্তাহের জন‌্য এসে বেশ কিছু টাকা খরচ করেছিল নৌসাদ। তার পর সেখান থেকে চলে গিয়েছে সে। তদন্তে নেমে পুলিশ অফিসাররা গোপন সূত্রে জানতে পারেন, নৌসাদ আবার কলকাতায় ফিরে এসেছে। আর কোনও সার্কাসে কাজ জোগাড় করেছে। এই তথ্য পেয়েই সার্কাসে হানা দেয় পুলিশ দর্শক সেজে।

আর কী জানা যাচ্ছে?‌ কলকাতা–সহ চারটি সার্কাসে হানা দেয় পুলিশ। দর্শক সেজে সার্কাসে গিয়ে নৌসাদের ছবি দেখায় পুলিশ। সেখান থেকে কিছু তথ্য পায় পুলিশ। তারপর সেই তথ্যের উপর নির্ভর করে পাটুলির সার্কাসে যায় পুলিশ। সেখানে যেতেই নৌসাদকে চিনতে পারে পুলিশ। কয়েকদিন আগেই সার্কাসে এসে নৌসাদ ধোয়া, মোছা ও গাড়ি চালানোর কাজ করছিল। পুলিশ নৌসাদকে ঘিরে ফেললে পালানোর চেষ্টা করে সে। তখনই তাকে গ্রেফতার করা হয়। এখন টাকা উদ্ধার করতে তাকে জেরা করা হচ্ছে বলে খবর।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

'আমিই ঢং করি!' মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়িতে সেজে জমিয়ে পোজ সৌমিতৃষার, কেমন লাগল? 'নবরাত্রির সময় একজন মহিলা মুখ্যমন্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে বিজেপি...' বোলিংয়ের সময় গম্ভীরের কোন টোটকায় সাফল্য পান নীতীশ? ম্যাচ জিতে রহস্য ফাঁস তারকার… ঢাক বাজছে চড়াম চড়াম, মেয়েকে নিয়ে গ্রামের পুজোয় কেষ্ট, দিলেন না অঞ্জলি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা! মহাষ্টমীর দিন ছেলের সঙ্গে মায়ের সামনে হল্লোড় কোয়েলের বাংলাদেশের দুর্গাপুজোর অনুষ্ঠানে ‘মুসলমানি গান,’ চমকে উঠলেন সনাতনীরা, গ্রেফতার ২ ২০ উইকেট নিতে হবে জিততে গেলে! পিচ বিতর্ক ঢাকতে বোলারদের ওপর দায় চাপালেন মাসুদ… মণ্ডপে ঢুকে ভাঙা হল দুর্গা প্রতিমার হাত, হাদরাবাদের ঘটনায় অশান্তি বৈদ্যবাটির দুর্গাপুজো মণ্ডপে শিকলবন্দি উট! পাত্তা দিচ্ছেন না রচনা, অভিযোগ তথাগতর প্রশিক্ষণের সময় ফেটে গেল আগ্নেয়াস্ত্রের শেল, বেঘোরে প্রাণ গেল দুই অগ্নিবীরের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.