পুলিশের কাছে এক যুবকের অভিযোগ ছিল এক তরুণীর কাছে তিনি প্রতারণার শিকার হয়েছেন। কিন্তু, তদন্তে নামতেই দেখা গেল অভিযুক্ত আসলে মেয়ে নয়, একজন যুবক।ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণা প্রায়ই ঘটে চলেছে। আর এবার ডেটিং অ্যাপে মেয়েদের ছবি দিয়ে প্রোফাইল খুলে এবং নারী কন্ঠ করে পুরুষদের জালে ফেলে ব্ল্যাকমেল এবং টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। এই অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ওয়াসিম আলি। জানা গিয়েছে, নারীদের কন্ঠ করে ওই যুবক পুরুষদের প্রতারণার ফাঁদে ফেলে টাকা আদায় করত। রাজারহাট থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: মার্কিন মডেলের প্রোফাইল পিকচার লাগিয়ে ৭০০ জনের সঙ্গে প্রতারণা দিল্লির যুবকের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারীর সঙ্গে ওয়াসিমের পরিচয় হয়েছিল টিন্ডার ডেটিং অ্যাপে। ওয়াসিম একটি মেয়ের ছবি দিয়ে ভুয়ো প্রোফাইল খুলেছিল। তবে অভিযোগকারী প্রথমে জানতেন না যে তার সঙ্গে যার পরিচয় হয়েছে সে আসলে এক যুবক। পরবর্তী সময়ে তাদের মধ্যে ফোন নম্বর বিনিময় হয়। এরপর দুজনের মধ্যে কথোপকথন এগিয়ে যেতে থাকে। তবে মেয়েদের কণ্ঠে ওয়াসিম কথা বলায় অভিযোগকারী বুঝতে পারেননি যে তিনি প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন। এভাবেই অভিযোগকারী যুবক ফোনে ব্যক্তিগত খোলামেলা ছবি পাঠিয়েছিলেন ওয়াসিমকে। এরপরে মেয়ে সেজেই যুবককে দেখা করতে বলে ওয়াসিম। প্রেমিকার সঙ্গে দেখা করাকে কেন্দ্র করে বেশ উত্তেজিত ছিল যুবক। রাজারহাট থানা এলাকায় রাইগাছিতে হাসপাতালের সামনে তাদের দেখা করার কথা ছিল। সেইমতো যুবক সেখানে পৌঁছে যান। এরপরই ঘটে বিপত্তি।
অভিযোগকারীর সঙ্গে দেখা করতে অস্বীকার করে ওয়াসিম। এরপর সে যুবকের ছবি সোশ্যাল মিডিয়ার ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। এমনকী গাড়ি ভাঙার হুমকি দেয়। এভাবে পঞ্চাশ হাজার টাকা দাবি করে ব্ল্যাকমেল করতে থাকে সে। শেষ পর্যন্ত অভিযোগকারী ফোনপের মাধ্যমে ২৮ হাজার টাকা পাঠিয়ে দেন যুবক। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে গত ৩ জানুয়ারি ফাইয়াজ পারভেজ আলাম নামে ওই যুবক লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগে মেয়ের নাম জানিয়েছিলেন। কারণ তখনও পর্যন্ত তার জানা ছিল না অভিযুক্ত আসলে মেয়ে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে রাজারহাট থানার পুলিশ।
তদন্তে নেমে জানা যায় অভিযুক্ত আসলে যুবক। এরপর রাইগাছি থেকে ২২ বছর বয়সি যুবক ওয়াসিম আলিকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে নিজেকে নারী পরিচয় দিয়ে যুবকদের সঙ্গে বন্ধুত্ব করত ডেটিং অ্যাপের মাধ্যমে। নারীর মতোই কণ্ঠ করে সে পুরুষদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে টাকা আদায় করতো। নিউটাউনের ডিসি মানব শ্রীংলা জানিয়েছেন, গত দুবছর ধরে ওই যুবক এই চক্র চালিয়ে আসছিল। ফলে অনেকেই প্রতারণার শিকার হয়েছেন। এভাবে কতজনের সঙ্গে অভিযুক্ত প্রতারণা করেছে তা জানার চেষ্টা করা হচ্ছে।