অরুণিমা পাল নামক এক টেট আন্দোলনকারীর হাতে কামড় বসানোর অভিযোগ ওঠে এক পুলিশকর্মীর বিরুদ্ধে। পরে গতকাল রাতে সেই অরুণিমার বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা করল পুলিশ। প্রসঙ্গত, বুধবার নিয়োগের দাবিতে ক্যামাক স্ট্রিটে পৌঁছে গিয়েছিলেন আন্দোলনকারীরা। স্মারকলিপি জমা দিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের কাছে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। সেই পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল তাঁদের। এর মধ্যেই মহিলা পুলিশকর্মী অরুণিমা পালের হাতে কামড় বসান। যদিও সেই পুলিশকর্মী কামড় বসানোর অভিযোগ অস্বীকার করেন। অভিযুক্ত পুলিশকর্মীর দাবি, তাঁর হাতেই নাকি কামড় বসিয়েছিলেন অরুণিমা পাল।
এদিকে গতকাল রাতে জানা যায় অরুণিমা পালকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করেছে পুলিশ। তাঁর পাশাপাশি আরও ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে ক্যামাক স্ট্রিটের ঘটনায়। হিংসা ছড়ানো, পুলিশের উপর হামলা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে অরুণিমা সহ ৩০ জনের বিরুদ্ধে।
এদিকে গতকাল বিধাননগরের সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের সামনেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল। চাকরিপ্রার্থীদের অভিযান ঠেকাতে সল্টলেকের বিভিন্ন মেট্রো স্টেশন ও রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছিল। অপরদিকে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের সামনেও ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল। এক্সাইড মোড়ে অনেককে আটকও করা হয়। তাঁদের হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনায় একজনের মাথা ফেটেছিল। পরে সন্ধ্যায় শিয়ালদায় মোমবাতি মিছিল করেন টেট আন্দোলনকারীরা। মিছিল থেকে ওঠে ‘খেলা হবে’ স্লোগানও।