খাস কলকাতা শহরে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। এবার শহরের বুকে যানজট দেখা দিল। আর তার জেরে থমকে গেল খোদ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের গাড়ি বলে সূত্রের খবর। এই ঘটনাটি ঘটে শুক্রবার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তনী সৌরভ চৌধুরীকে। আর তাঁকে নিজে জেরা করতে চেয়েছিলেন নগরপাল। আর তাই শুক্রবার তিনি যাদবপুর থানার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু মাঝপথে যানজটে তাঁকে আটকে পড়ে নাকাল হতে হয়। তাতেই চটেছেন তিনি বলে খবর।
বিষয়টি ঠিক কী ঘটেছে? স্থানীয় সূত্রে খবর, গত শুক্রবার কসবা থানা থেকে বিজন সেতুর দিকে এগোতে গেলে কিছু সময় যানজটে আটকে পড়ে পুলিশ কমিশনারের গাড়ি। আর তাতেই তিনি বেজায় অসন্তুষ্ট হন। এমনকী কসবা ট্রাফিক গার্ডের ওসিকে ক্লোজ করার নির্দেশও দিয়ে দেন পুলিশ কমিশনার। এই নির্দেশে তখন ঢিঢি পড়ে যায়। যদিও কসবার ট্রাফিক গার্ডের অফিসাররা আপ্রাণ চেষ্টা করেছিলেন যাতে নগরপালকে যানজট থেকে বের করে আনা যায়। অবশেষে তা সম্ভব হয়নি। কিছুক্ষণ আটকে থাকতেই হয় তাঁকে।
তারপর ঠিক কী ঘটল? এদিকে পুলিশ কমিশনার বিনীত গোয়েল আগে যুগ্ম কমিশনার ট্রাফিক এবং অতিরিক্ত পুলিশ কমিশনার–১ হিসেবে ট্রাফিক বিভাগের দায়িত্ব সামলেছেন। সুতরাং তিনি গোটা বিষয়টি বোঝেন। বলা যেতে পারে তাঁর হাত ধরেই কলকাতা পুলিশের ট্রাফিকের উন্নতি ও আধুনিকীকরণ ঘটেছে। পথের যানজট সামলে পরিস্থিতি সচল রাখেন ট্রাফিকের দায়িত্বে থাকা ওসিরা। সেখানে তিনি এতটাই রেগে যান যার ফলে ওসিকে ক্লোজ করা হয়। এই সিদ্ধান্ত নিয়ে পুলিশ মহলের নীচুতলার অসন্তোষ উপরে উঠে আসে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: বকেয়া টাকা চেয়ে স্বরাষ্ট্র দফতরকে চিঠি পুরসভার, সরকারি অনুষ্ঠান নিয়ে বিপাকে মেয়র
ঠিক কী বলেছেন পুলিশ কমিশনার? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যু নিয়ে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া এত দ্রুত চলছে যে রহস্যের কিনারা যখন–তখন হয়ে যেতে পারে। যাদবপুরের ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার বলেন, ‘উচ্চপদস্থ অফিসাররা এই ঘটনার তদন্তে নজর রাখছে। জয়েন্ট সিপি ক্রাইম নিজে ধৃতদের জেরা করেছেন। খতিয়ে দেখা হচ্ছে যাবতীয় তথ্য প্রমাণ।’ হোমিসাইড শাখার তদন্তকারীরা কাজ করছেন বলে জানানো হয়েছে। এমনকী দ্রুত তদন্ত শেষ হবে বলে তিনি আশাবাদী। তবে ময়নাতদন্তের জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার।