বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কলকাতায় বড় ধরনের ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, নিউ টাউনে আগ্নেয়াস্ত্র-‌সহ ধৃত ৫

কলকাতায় বড় ধরনের ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, নিউ টাউনে আগ্নেয়াস্ত্র-‌সহ ধৃত ৫

কলকাতায় বড় ধরনের ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, নিউটাউনে আগ্নেয়াস্ত্র-‌সহ ধৃত ৫। ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস।

গভীর রাতে নিউটাউনের আকাঙ্খা মোড়ের কাছে বেশ কয়েকজন জড়ো হওয়ার খবর পায় ইকো পার্ক থানার পুলিশ। 

শহরে বড় ধরনের ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। গভীর রাতে আগ্নেয়াস্ত্র-‌সহ ৫ দুষ্কৃতীকে গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিশ। সোমবার নিউটাউনের আকাঙ্খা মোড়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় পুলিশ। সেখান থেকে এই পাঁচ সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল শাহাদাত আলি উরফে ডিজে (‌২০)‌, রোহিত বক্স (‌২৯)‌, রজত ভট্টাচার্য (‌৩৭)‌, জলিল মোল্লা (‌৩৫)‌ ও আয়ুব আলি (‌৩০)‌। এদিন ধৃতদের বারাসত আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে নিউটাউনের আকাঙ্খা মোড়ের কাছে বেশ কয়েকজন জড়ো হওয়ার খবর পায় ইকোপার্ক থানার পুলিশ। সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আকাঙ্খা মোড়ের কাছে ওই পাঁচ দুষ্কৃতীর হদিশ মেলে। পুলিশের টিম অভিযুক্তদের ধাওয়া করে। পুলিশকে দেখেই ছুটতে শুরু করে দুষ্কৃতীরা। তাদের পিছনে ধাওয়া করে ধরে ফেলে পুলিশ। অবশ্য ৫ জনকে গ্রেফতার করতে পারলেও বাকিরা পালাতে সক্ষম হয়। ধৃতদের থানায় নিয়ে এসে জেরা করা হয়। তাদের কাছ থেকে ৪টি ভোজালি, একটি পাইপ গান ও দু’‌টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ধৃতরা ডাকাতির উদ্দেশ্যেই আকাঙ্খা মোড়ে জড়ো হয়েছিল। এই দলের সঙ্গে আর কে কে যুক্ত আছে, তাছাড়া ধৃতদের কোথায় ডাকাতি করার ছক ছিল,সমস্তটাই জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ।

বন্ধ করুন