বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Survey Park: ৫০০ টাকার ঋণ নিয়েই কি পিন্টুকে গুলি? সার্ভে পার্কের গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

Survey Park: ৫০০ টাকার ঋণ নিয়েই কি পিন্টুকে গুলি? সার্ভে পার্কের গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

গুলি কাণ্ডে নয়া তথ্য। প্রতীকী ছবি (সংগৃহীত)

পিন্টুর বয়ান থেকে পুলিশ জানতে পেরেছে, পিন্টু তাঁর এক বন্ধুকে নিয়ে হাইল্যান্ড পার্কের ওই পানশালায় গিয়েছিলেন। সেখানে হালিমের সঙ্গে পিন্টুর বচসা বচসা বাঁধে।পানশালার সোফাই বসাকে কেন্দ্র করে প্রথমে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। কিন্তু সেই সময়ের মতো সমস্যা মিটে গেলেও পরে আবারও বচসা বাঁধে।

বড়দিনে সার্ভেপার্ক থানা এলাকায় গুলিকাণ্ডে সামনে এসেছে নতুন তথ্য। মূল অভিযুক্ত হালিম মণ্ডলের কাছে ৫০০ টাকা ধার নিয়েছিল পিন্টু বাগ। সেই টাকা না মেটানোর কারণেই পিন্টুর ওপর হালিম গুলি চালিয়েছিল বলে অভিযোগ। বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ইতিমধ্যেই এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, তাঁদের যে পানশালায় ঝামেলা হয়েছিল সেই পানশালাটি বন্ধ করে দেওয়া হয়েছিল বেশ কয়েক বছর আগে।

ঘটনার সূত্রপাত হয়েছিল ২৫ ডিসেম্বর। পিন্টুর বয়ান থেকে পুলিশ জানতে পেরেছে, পিন্টু তাঁর এক বন্ধুকে নিয়ে হাইল্যান্ড পার্কের ওই পানশালায় গিয়েছিলেন। সেখানে হালিমের সঙ্গে পিন্টুর বচসা বচসা বাঁধে।পানশালার সোফাই বসাকে কেন্দ্র করে প্রথমে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। কিন্তু সেই সময়ের মতো সমস্যা মিটে গেলেও পানশালার বাইরে যেতেই পিন্টুর সঙ্গে হালিমের আবারও বচসা বাঁধে। জোর করে হালিম এবং তার দল পিন্টুকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে। এরপর কামালগাজীর কুমড়োখালি এলাকায় পিন্টুকে লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালায় হালিম। যার মধ্যে একটি গুলি তাঁর হাতে লাগে।

ইতিমধ্যেই পুলিশ আগ্নেয়াস্ত্র এবং গাড়িটি উদ্ধার করেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, পিন্টুর সঙ্গে হালিমের আগে থেকেই পরিচয় রয়েছে। এমনকি পিন্টুর বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। সেই মামলায় জামিনে রয়েছে পিন্টু। তদন্তে নেমে পুলিশ হালিম মণ্ডল, সাবির মণ্ডল, মহম্মদ তনবির ও রকেশকে গ্রেফতার করে। তদন্তকারীদের দাবি, পিন্টু হালিমের কাছ থেকে ৫০০ টাকা নিয়েছিল। কিন্তু সেই টাকা মেটাইনি। সেই ৫০০ টাকার জন্যই হালিম পিন্টুকে গুলি করেছিল। বৃহস্পতিবার ঘটনা পূর্ণ নির্মাণ করেছে পুলিশ। জানা গিয়েছে, পর্যাপ্ত নথি না থাকায় ওই পানশালাটি বছর খানেক আগেই পুলিশ বন্ধ করে দিয়েছিল। এবার এই ঘটনায় ফের পানশালার বিরুদ্ধে পদক্ষেপের কথা চিন্তা ভাবনা করছে পুলিশ।

বাংলার মুখ খবর

Latest News

মঙ্গলে কি SCতে কপিল সিব্বল বনাম ইন্দিরা জয়সিং?জুনিয়র ডাক্তারদের মাস্টারস্ট্রোক মমতাকে বলব স্বাধীন পশ্চিমবঙ্গের ঘোষণা করতে, আস্ফালন আল-কায়দাপন্থী রহমানির অবসর জীবনে আধ্যাত্মিকতায় মন ডুবিয়েছেন শিখর ধাওয়ান, কে তাঁর ধর্মীয় গুরু? সত্যিই কি দিল্লির হয়ে কোহলির সঙ্গে ক্রিকেট খেলেছেন তেজস্বী যাদব? বয়স হলে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, অবসর নিয়ে অকপট অশ্বিন লোকসভার প্রচারের সময় চুল-দাড়ি কেটেছিলেন, এবার সেই নাপিতকে উপহার পাঠালেন রাহুল সইফের কথার অবাধ্য বড় ছেলে? ইব্রাহিমকে আমিরের কথা শোনার পরামর্শ পতৌদির নবাবের! এত কম ফি এখানে?‌ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করতে এসে প্রশ্ন তুলল ন্যাকের দল এবার শ্রাদ্ধ পক্ষে মাতৃ নবমী কবে? কেন এত বিশেষ এই তিথি, জেনে নিন বিশদে গিয়েছেন পুরী, কিন্তু কোথায় ছিলেন? হোটেল ঘুুরিয়ে দেখালেন রাজা-মধুবনী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.