বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Phoolbagan incident: হোলিতে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফুলবাগান, আক্রান্ত পুলিশ, ধৃত ১৩

Phoolbagan incident: হোলিতে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফুলবাগান, আক্রান্ত পুলিশ, ধৃত ১৩

ফুলবাগান থানা। 

ঘটনাটি ঘটেছিল বুধবার বিকেলে। পুলিশ সূত্রের খবর, ওই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন ধরে গোলমাল চলছিল। বুধবার হোলির দিন তাদের মধ্যে বচসা চরম আকার নেয়। রং খেলা শেষ হতেই একে অপরের উপর লোহার রড, বাঁশ, লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে দুই গোষ্ঠী, চলে ইটবৃষ্টি। ঘটনায় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জখম হন।

হোলির দিনে দুই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ফুলবাগান থানার সুরেন সরকার রোড বাঞ্ছারাম বাগান এলাকা। সেই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশকে মারধর করার অভিযোগ উঠেছিল। ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মারধর করার পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি এবং বাড়ি ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল বুধবার বিকেলে। পুলিশ সূত্রের খবর, ওই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন ধরে গোলমাল চলছিল। বুধবার হোলির দিন তাদের মধ্যে বচসা চরম আকার নেয়। রং খেলা শেষ হতেই একে অপরের উপর লোহার রড, বাঁশ, লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে দুই গোষ্ঠী, চলে ইটবৃষ্টি। ঘটনায় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জখম হন। এছাড়াও রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি বাইক, গাড়িতে ভাঙচুর চালানো হয় পাশাপাশি বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করারও অভিযোগ ওঠে। কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু, তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। উলটে পুলিশকে দেখে তাদের উপর চড়াও হয় উত্তেজিত জনতা। ঘটনায় বেশ কয়জন পুলিশকর্মী আক্রান্ত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পাঠানো হয় বিশাল পুলিশ বাহিনী। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

যে সমস্ত পুলিশকর্মীরা আক্রান্ত হয়েছেন তাদের আঘাত গুরুতর ছিল না বলেই জানা গিয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে দুপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা আক্রান্ত হয়েছিলেন। তাদেরকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের আঘাতও খুব একটা গুরুতর ছিল না। প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হলে তাদের ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্যদিকে, দোলের দিন হুগলির জনাইয়ের মধ্যপাড়ায় জমি জায়গা নিয়ে বিবাদের জেরে এক যুবককে খুন করার অভিযোগ উঠেছিল। মৃত যুবকের নাম কৃষ্ণেন্দু দাস (৩৩)। এই ঘটনায় রুনু সিং নামে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন