বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Road Accident: খাস কলকাতায় মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল পুলিশ, মোটরবাইক আরোহীকে ধাক্কা

Road Accident: খাস কলকাতায় মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল পুলিশ, মোটরবাইক আরোহীকে ধাক্কা

ঘটনাস্থলে তদন্তে পুলিশ আধিকারিকরা।

পুলিশের গাড়িতে যাঁরা ছিলেন, তাঁরা প্রত্যেকেই মদ্যপ ছিলেন। গাড়ির গতিবেগ অনেকটাই বেশি ছিল। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পুলিশের গাড়িটি। এই পথ দুর্ঘটনার পর এলাকায় পৌঁছন হরিদেবপুরের পুলিশ কর্তারা। ঘটনাস্থল পরিদর্শন করেন তাঁরা।

সম্প্রতি কলকাতা শহরে পথ দুর্ঘটনা বেড়ে গিয়েছে। তাতে অনেক সময়ই পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের দুর্ঘটনার শিকার হতে হচ্ছিল। এবার খাস কলকাতায় ঘটল ঠিক বিপরীত চিত্র। পুলিশ মদ্যপ অবস্থায় এবার গাড়ি চালিয়ে ধাক্কা মারল এক মোটরবাইক আরোহীকে। তাঁর অবস্থা এখন আশঙ্কাজনক। খাস কলকাতার হরিদেবপুরে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশই।

ঠিক কী ঘটেছে হরিদেবপুরে?‌ স্থানীয় সূত্রে খবর, মদ্যপ অবস্থায় ইউনিফর্ম পরে ওই পুলিশ কর্মী গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির ভিতরে ৩–৪ জন পুলিশ কর্মী ছিলেন। কিন্তু ওই পুলিশের গাড়ি সজোরে একটি মোটরবাইক চালককে ধাক্কা মারে। ছিটকে পড়ে যান ওই মোটরবাইক আরোহী। আহত মোটরবাইক চালক এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ কী নিজেদের দোষ স্বীকার করেছে?‌ পুলিশ সূত্রে খবর, পুলিশের গাড়ি তখন হরিদেবপুর থানার দিকে যাচ্ছিল। রাস্তা ফাঁকাই ছিল। কিন্তু পুলিশের গাড়ির সামনেই চলে আসেন ওই মোটরবাইক চালক। তার জেরেই পথ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ মদ্যপ অবস্থায় ছিল না। তবু তদন্ত করে দেখা হচ্ছে। যদিও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, পুলিশের গাড়ির গতিবেগ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল। প্রচণ্ড গতিতে এসে পুলিশের গাড়িটি ধাক্কা মারে মোটরবাইক আরোহীকে। মোটরবাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান চালক। গুরুতর চোট লাগে তাঁর।

আর কী জানা যাচ্ছে?‌ সূত্রের খবর, পুলিশের গাড়িতে যাঁরা ছিলেন, তাঁরা প্রত্যেকেই মদ্যপ ছিলেন। গাড়ির গতিবেগ অনেকটাই বেশি ছিল। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পুলিশের গাড়িটি। এই পথ দুর্ঘটনার পর এলাকায় পৌঁছন হরিদেবপুরের পুলিশ কর্তারা। ঘটনাস্থল পরিদর্শন করেন তাঁরা।

বন্ধ করুন