শাহজাহানের গ্রেফতারিতে যে আদালতের কোনও বাধা নেই তা সোমবারই স্পষ্ট করে দিয়েছল কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানাল, শেখ শাহজাহানকে ইডি - সিবিআই বা রাজ্য পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারবে। এদিন রাজ্যের সওয়ালের প্রেক্ষিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম প্রশ্ন করেন, তাহলে কি শাহজাহান কোথায় রয়েছে তা রাজ্য পুলিশ জানে?
আরও পড়ুন: মাতৃত্বকালীন ছুটি নিয়ে স্থায়ী-অস্থায়ী কর্মীতে তফাত করা যায় না, বলল হাইকোর্ট
গত ৭ ফেব্রুয়ারি বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশে স্থগিতাদেশ জারি করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল বুধবার তাতে সংশোধনের আবেদন করে রাজ্য। সেই আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন, এই রায় কেন সংশোধন প্রয়োজন। রাজ্যের আইনজীবী জানান, সিটের তদন্তে স্থগিতাদেশ জারি থাকলে শেখ শাহজাহানকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে বলে দেখাবে পুলিশ? রাজ্যের আইনজীবীর এই বক্তব্য শুনে প্রধান বিচারপতি বলেন, তার মানে শেখ শাহজাহান কোথায় রয়েছে তা রাজ্য পুলিশ জানে? ইডির করা মামলা ছাড়াও গত ৪ বছরে সন্দেশখালি থানায় ৪৩টি FIR হয়েছে। তার অনেকগুলিতে শাহজাহানকে ফেরার বলে উল্লেখ করেছে পুলিশ। সেই সব মামলায় তাকে গ্রেফতার করতে সমস্যা কোথায়?
এর পর ইডির আইনজীবী বলেন, রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেফতার করলে তাদের আপত্তি রয়েছে। রাজ্য পুলিশ তো শেখ শাহজাহানের বিরুদ্ধে লঘু ধারা দেবে যাতে তার জামিন পেতে সুবিধা হয়।
আরও পড়ুন: কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী, 'বিকল্প রাজনীতির' পথিক এবার কোন পথে?
এর পর প্রধান বিচারপতি বলেন, শেখ শাহজাহানকে ইডি, সিবিআই বা রাজ্য পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারবে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।
বলে রাখি, বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, মঙ্গলবার মধ্যরাত থেকে পুলিশি হেফাজতে রয়েছে শেখ শাহজাহান। পুলিশের সঙ্গে দর কষাকষি চলছে তার। শুভেন্দুবাবুর সেই দাবি প্রশ্ন আকারে অনুরণিত হল প্রধান বিচারপতির কণ্ঠে।