গুরুত্বপূর্ণ মোড়গুলিতে দেখা গিয়েছে কড়া পুলিশি পাহারা। যে কোনও গাড়িকে দাঁড় করিয়ে পরীক্ষা করা হচ্ছে নথি। চালক ও আরোহীদের দেখাতে হচ্ছে পরিচয়পত্র।
1/9চলতি সপ্তাহের প্রথম ও একমাত্র কমপ্লিট লকডাউনের দিনে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে কড়া নজরদারি। ভরা বর্ষায় মেঘ বৃষ্টির খেলার মধ্যেই শহর থেকে গ্রামে টলহ দিচ্ছেন পুলিশকর্মীরা।
2/9গুরুত্বপূর্ণ মোড়গুলিতে দেখা গিয়েছে কড়া পুলিশি পাহারা। যে কোনও গাড়িকে দাঁড় করিয়ে পরীক্ষা করা হচ্ছে নথি। চালক ও আরোহীদের দেখাতে হচ্ছে পরিচয়পত্র।
3/9কলকাতা শহরের গুরুত্বপূর্ণ সমস্ত রাস্তা একেবারে শুনশান। অ্যাম্বুল্যান্স ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের বাদ দিলে বাকি কোনও গাড়ি নেই রাস্তায়।
4/9শ্যামবাজার থেকে টালিগঞ্জ, শহরের প্রত্যেক মোড়ে পাহারা দিচ্ছেন পুলিশকর্মীরা। কোনও গাড়ি দেখলেই থামিয়ে নথি পরীক্ষা করছেন তাঁরা।
5/9নজরদারি চলছে গলির ভিতরেও। কখনো পুলিশকর্মীরা টলহ দিচ্ছেন গলিতে। কখনও নজর রাখা হচ্ছে ড্রোনের সাহায্যে।
6/9একই ছবি রাজ্যের অন্যান্য শহরেও। বর্ধমান, মেদিনীপুর শহর প্রায় শুনশান। ইংরেজবাজার ও জলপাইগুড়ি শহরের কিছু এলাকায় রাস্তায় কিছু গাড়ি চলতে দেখা গিয়েছে। উত্তরবঙ্গের কিছু এলাকায় লকডাউনের ছবিটা কিছুটা ঢিলেঢালা বলে খবর মিলেছে।
7/9লকডাউনের জেরে বন্ধ সমস্ত দোকান, সরকারি ও বেসরকারি দফতর। বন্ধ সমস্ত ধরণের পরিবহণ।
8/9রাস্তায় নেই কোনও জনমানব। ব্যারিকেড করে ঘেরা কলকাতার সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা।